অনলাইন ডেস্ক
মারিউপোলে ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেছে। তবে সময় পেরিয়ে গেলেও ইউক্রেনীয় সেনাদের মধ্যে আত্মসমর্পণের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং তাঁরা এখনো মারিউপোলের কিছু অঞ্চল ধরে রেখেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
রাশিয়ার সেনাবাহিনী মারিউপোল থেকে গত শনিবার ইউক্রেনের সেনাবাহিনীকে একটি আল্টিমেটাম দেয়। আল্টিমেটামে বলা হয়, রোববার মস্কোর সময় অনুসারে সকাল ৬টার মধ্যে অস্ত্র ত্যাগ করে দুপুর ১টার আগে ইউক্রেনের সেনাবাহিনীকে মারিউপোল থেকে সরে যেতে হবে। তবে রোববার রাশিয়ার বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরও—ইউক্রেনের সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত ইউরোপের অন্যতম বৃহত্তম স্টিল কারখানা আজভস্টালের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল রোববার সংবাদমাধ্যম এবিসি নিউজের ‘দিস উইক’ শীর্ষক অনুষ্ঠানে বলেছেন—‘মারিউপোলে থেকে যাওয়া ইউক্রেন সেনাবাহিনীর অবশিষ্ট সদস্যরা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে এবং আত্মসমর্পণ করতে রাশিয়ার বেঁধে দেওয়া সময়সীমাকে অস্বীকার করেছে। এখনো শহরটির পতন হয়নি। আমাদের সৈন্যরা এখনো শহরের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে।’
ইউক্রেনীয় সৈন্যরা রবিবার মারিউপোল বন্দরে অস্ত্র দেওয়ার জন্য একটি রাশিয়ান আল্টিমেটামকে প্রতিহত করেছিল, যা মস্কো বলেছিল যে তার বাহিনী প্রায় দুই মাসের যুদ্ধের সবচেয়ে বড় পুরস্কার প্রায় পুরোপুরি দখল করেছে।
এর আগে, গত শনিবার রাশিয়া জানিয়েছে, তাঁরা মারিউপোলের বেশির ভাগ অংশই নিয়ন্ত্রণ করছে। তবে ইউক্রেনের কিছু সৈন্য এখনো আজভ সাগর তীরবর্তী আজভস্টাল কারখানায় রয়ে গেছে। তবে, রাশিয়ার সমরসজ্জা এবং ইউক্রেনের অবশিষ্ট সৈন্যদের প্রতিরোধের মাত্রা থেকে বিশ্লেষকদের ধারণা, মস্কো শিগগিরই ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই বন্দর নগরীতে একটি বড় ধরনের কৌশলগত বিজয়ের জন্য প্রস্তুত হচ্ছে বলে মনে হচ্ছে।