অনলাইন ডেস্ক
ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখার শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। তবে মারিউপোল শহরে রুশ হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।এরইমধ্যে সেখান থেকে বেসামরিক লোক সরানো স্থগিত করা হয়েছে।
মারিউপোল সিটি কাউন্সিলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ পক্ষ অস্থায়ী যুদ্ধবিরতি পালন করছে না।
এর আগে মারিউপোলের ডেপুটি মেয়র সেরহি অরলভ দাবি করেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ইউক্রেনের মারিউপোলে রুশ হামলা চলছে । মস্কোর স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ‘মানবিক করিডোর’ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, করিডোরটি ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখার বাসিন্দাদের জন্য উন্মুক্ত করা হবে। এ সময় শহর দুটিতে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে রাশিয়া।