অনলাইন ডেস্ক
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি একটি যাচাইকৃত ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের মারিউপোল শহরের ওপর হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়ছে রুশ সেনারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার থেকে এই বন্দরনগরী অবরুদ্ধ করে রেখেছে রুশ সেনারা।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এই শহরে চার লাখেরও বেশি মানুষ বাস করে। এটি রাশিয়ার সীমান্তবর্তী একটি অঞ্চল। এখানে একটি স্থল করিডর রয়েছে, যার মধ্য দিয়ে দোনেৎস্ক ও লুহানস্কে রুশ সমর্থিত বিদ্রোহীরা ক্রিমিয়ার বাহিনীতে যোগ দেয়।
রুশ সেনারা এই বন্দরনগরী ঘিরে রেখেছে। এখানে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। গত ছয় দিন ধরে মারিউপোলে অবিরাম গোলাগুলি চলছে।
শহরের কর্মকর্তারা বলেছেন, এখানে মানবিক সংকট চলছে।
এর আগে গত ১ মার্চ মারিউপোল শহরের মেয়র ভাদিম বোইচেঙ্কো বলেছিলেন, রুশ হামলায় মারিউপোল শহর ‘বিধ্বস্ত’ হচ্ছে। ইউক্রেনের এক টেলিভিশনের লাইভ সম্প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, ‘ইউক্রেনের দক্ষিণ-পূর্ব বন্দরনগরী মারিউপোলে অবিরাম গোলাগুলি চলছে। রুশ সেনারা আমাদের সাধারণ মানুষদের মেরে ফেলছে। তাদের গোলার আঘাতে আমাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।’