অনলাইন ডেস্ক
ইউক্রেনের মারিউপোল শহরে একটি শিশু হাসপাতালে বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। আজ বুধবার শহরটির কাউন্সিলের পক্ষ থেকে একটি ফেসবুক পোস্টে এমনটি দাবি করা হয়েছে।
একটি বিবৃতিতে মারিউপোল শহরের কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার দখলদার বাহিনী শিশুদের হাসপাতালে বেশ কয়েকটি বোমা ফেলেছে। ধ্বংসযজ্ঞ অনেক বড়।
এই হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি মারিউপোল শহরের কাউন্সিল। তবে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো ফেসবুকে একটি ভিডিও বার্তায় বলেন, আহতদের কাছের একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
এই হামলার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। তবে স্থানীয় সংসদ সদস্য দিমিত্রো গুরিনও বিবিসির কাছে এই হামলার কথা জানিয়েছেন।