হোম > বিশ্ব > ইউরোপ

প্রসূতি হাসপাতালে রুশ হামলা, মৃত সন্তান প্রসবের আধা ঘণ্টা পর মায়ের মৃত্যু

অনলাইন ডেস্ক

গত বুধবার ইউক্রেনের মারিউপোলের একটি প্রসূতি হাসপাতালে বিমান হামলা চালায় রাশিয়া। ওই হামলায় নিহত হয় তিনজন। সেই সময় একটি ছবিতে দেখা যায় আহত এক অন্তঃসত্ত্বা নারীকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের দিকে নেওয়া হচ্ছে।

আহত ওই নারী মৃত সন্তান প্রসব করেছেন এবং মৃত সন্তান প্রসবের আধা ঘণ্টা পর মারা গেছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রসূতি হাসপাতালে রুশ হামলার পর আহত ওই অন্তঃসত্ত্বা নারীকে অন্য হাসপাতালে নেওয়া হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটিকে প্রসব করান চিকিৎসকেরা। কিন্তু শিশুটি বেঁচে থাকার কোনো লক্ষণ ছিল না, প্রাণের কোনো স্পন্দন পাওয়া যায়নি। চিকিৎসকদের চেষ্টা যখন শেষ তখন ওই নারী চিৎকার করে বলে ওঠেন, এখন আমাকে মেরে ফেলুন।

হাসপাতালের চিকিৎসক তিমুর মারিন বার্তা সংস্থা এপিকে বলেন, ‘ওই নারীর নিতম্ব বিচ্ছিন্ন অবস্থায় ছিল।’ 

সন্তানের মৃত্যুর পর চিকিৎসকেরা ওই নারীকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু আহত ওই নারী ৩০ মিনিট পরই মারা যান। 

প্রসঙ্গত, গত বুধবার ইউক্রেনের মারিউপোল শহরে বিমান হামলা চালিয়ে প্রসূতি হাসপাতাল গুঁড়িয়ে দেয় রুশ বাহিনী। মারিউপোল শহরের কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার দখলদার বাহিনী শিশুদের হাসপাতালে বেশ কয়েকটি বোমা ফেলেছে। ধ্বংসযজ্ঞ অনেক বড়। তবে রাশিয়া দাবি করে, ইউক্রেনের পক্ষ থেকে প্রসূতি হাসপাতালে হামলা করা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা ‘ভুয়া খবর’। 

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলাকে ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেন। 

উল্লেখ্য, ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিউপোলে যুদ্ধে মৃতের সংখ্যা ২ হাজার ৫০০ ছাড়িয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। 

আলেক্সি অ্যারেস্টোভিচ বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে রাশিয়ার বোমা হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।’ মারিউপোল সিটি কাউন্সিলের প্রতিবেদনের বরাত দিয়ে আলেক্সি অ্যারেস্টোভিচ বলেছেন, ‘এটি এমন একটি বিপর্যয় যার সঠিক মূল্যায়ন করতে পারেনি বিশ্ব।’  

মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পথে ট্রাম্প

গাজায় ইসরায়েলকে সহায়তা করেছে গুগুল ও মাইক্রোসফট

৩.৭ বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে চীন ও শ্রীলঙ্কার মধ্যে চুক্তি

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল রাশিয়া

পুলিশ পুনর্গঠনে ইসলামি আইনের দ্বারস্থ সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

নিজেদের জলসীমায় রুশ গুপ্তচর জাহাজ ঢুকে পড়ার দাবি যুক্তরাজ্যের

৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ভারতীয় নারীদের

তোমার জন্য বড় সুযোগ এখনই যুদ্ধ বন্ধ করার, পুতিনকে ট্রাম্প

আবর্জনার পাত্রে পড়ে ছিল ২ হাজার বছরের পুরোনো গ্রিক ভাস্কর্য

সেকশন