অনলাইন ডেস্ক
ইউক্রেনের মারিউপোলে রাশিয়ার হামলায় চার লাখ মানুষ জিম্মি হয়ে পড়েছে। আজ বুধবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এমনটি জানিয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা একটি টুইট বার্তয় বলেন, প্রায় ৩ হাজার নবজাতক শিশু ওষুধ ও খাবারের অভাবের মধ্যে রয়েছে। রাশিয়া মারিউপোলে ৪ লাখের বেশি মানুষকে জিম্মি করে রেখেছে। সেখানে মানবিক সহায়তায় বাধা দেওয়া হয়েছে। নির্বিচারে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করেছে।