হোম > বিশ্ব > ইউরোপ

মারিউপোলে রুশ বাহিনীর ‘যুদ্ধবিরতি’ ঘোষণা

অনলাইন ডেস্ক

অবরুদ্ধ করে রাখা ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে রুশ বাহিনী। বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডর খোলা হবে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) সরাসরি অংশগ্রহণে আমরা এই মানবিক কার্যক্রম সফল করার প্রস্তাব করছি।’ 

এ ছাড়া বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার আগেই যুদ্ধবিরতিকে ‘নিঃশর্তভাবে সম্মান’ করার বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসিকে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে  ইউক্রেনের সেনাবাহিনীকে নির্ধারিত করিডর বরাবর বাস কনভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে বলেছে মস্কো। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে মারিউপোলে ব্যাপক হামলা চালাচ্ছে। শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে রাশিয়া কৌশলগতভাবে বেশ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। 

মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পথে ট্রাম্প

গাজায় ইসরায়েলকে সহায়তা করেছে গুগুল ও মাইক্রোসফট

৩.৭ বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে চীন ও শ্রীলঙ্কার মধ্যে চুক্তি

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল রাশিয়া

পুলিশ পুনর্গঠনে ইসলামি আইনের দ্বারস্থ সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

নিজেদের জলসীমায় রুশ গুপ্তচর জাহাজ ঢুকে পড়ার দাবি যুক্তরাজ্যের

৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ভারতীয় নারীদের

তোমার জন্য বড় সুযোগ এখনই যুদ্ধ বন্ধ করার, পুতিনকে ট্রাম্প

আবর্জনার পাত্রে পড়ে ছিল ২ হাজার বছরের পুরোনো গ্রিক ভাস্কর্য

সেকশন