হোম > বিশ্ব > ইউরোপ

মারিউপোলের মানবিক পরিস্থিতি ‘ভয়াবহ’: রেডক্রস

অনলাইন ডেস্ক

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলের মানবিক পরিস্থিতি ক্রমশ ‘ভয়াবহ’ হচ্ছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)। ইউক্রেনে রেডক্রসের যোগাযোগ সমন্বয়ক মিরেলা হোদেইব কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বলেছেন, এখানকার পরিস্থিতি অত্যন্ত বিপর্যয়কর। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলের বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখানে অসংখ্য মানুষ খাদ্য, পানি ও বিদ্যুৎবিহীন আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে। 

মিরেলা হোদেইব বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইনে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার ব্যাপারে গ্যারান্টি রয়েছে। সুতরাং সংঘাতের মধ্যে আটকে পড়াদের সরিয়ে নেওয়ার যেকোনো উদ্যোগকে স্বাগত জানায় আইসিআরসি।’ 

বিবদমান দুই পক্ষ এখন আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন মিরেলা হোদেইব। তিনি বলেন, ‘রেডক্রস চায় বেসামরিক মানুষ নিরাপদে চলাচল করুক। মানবিক শর্তাবলির ওপর ভিত্তি করে আমরা যেকোনো চুক্তির জন্য প্রস্তুত রয়েছি।’ 

এদিকে, মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল প্রায় বিধ্বস্ত। এখানে পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই। বেসামরিক মানুষ ভয়াবহ খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমনকি যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের মরদেহ উদ্ধার করাও সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন শহরটির মেয়র ভাদিম বোইচেঙ্কো। 

উল্লেখ্য, আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে সংক্ষেপে আইসিআরসি বলা হয়। এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জেনেভা কনভেনশন স্বাক্ষরিত দেশগুলোতে মানবাধিকার নিয়ে কাজ করার পূর্ণ অধিকার রাখে রেডক্রস কমিটি। 

গতকাল শনিবার মারিউপোল ও ভলনোভাখার শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মারিউপোলে রুশ বাহিনী হামলা অব্যাহত রেখেছিল বলে অভিযোগ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মারিউপোল সিটি কাউন্সিলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ পক্ষ অস্থায়ী যুদ্ধবিরতি পালন করছে না। 

মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পথে ট্রাম্প

গাজায় ইসরায়েলকে সহায়তা করেছে গুগল ও মাইক্রোসফট

৩.৭ বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে চীন ও শ্রীলঙ্কার মধ্যে চুক্তি

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল রাশিয়া

পুলিশ পুনর্গঠনে ইসলামি আইনের দ্বারস্থ সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

নিজেদের জলসীমায় রুশ গুপ্তচর জাহাজ ঢুকে পড়ার দাবি যুক্তরাজ্যের

৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ভারতীয় নারীদের

তোমার জন্য বড় সুযোগ এখনই যুদ্ধ বন্ধ করার, পুতিনকে ট্রাম্প

আবর্জনার পাত্রে পড়ে ছিল ২ হাজার বছরের পুরোনো গ্রিক ভাস্কর্য

সেকশন