হোম > বিশ্ব > ভারত

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

অনলাইন ডেস্ক

আইআইটি বাবা হিসেবে পরিচিতি পাওয়া অভয় সিং। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ মেলা আলোচনায় এনেছে এক অনন্য আধ্যাত্মিক ব্যক্তিত্বকে। ‘আইআইটি বাবা’ হিসেবে তিনি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছেন।

এনডিটিভি জানিয়েছে, আইআইটি বোম্বে থেকে স্নাতক অভয় সিং পরবর্তীতে মহাকাশ প্রকৌশলী হিসেবেও কাজ করেছেন। কিন্তু এই সব কিছু ত্যাগ করে এখন তিনি আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছেন। কিন্তু তাঁর পরিবার এখনো আশা করছেন তিনি আবার বাড়ি ফিরবেন এবং স্বাভাবিক জীবন শুরু করবেন।

অভয়ের বাবা করণ গ্রেটওয়াল হরিয়ানার আইনজীবী। এনডিটিভিকে তিনি বলেন, ‘আমাদের পরিবার চায় অভয় বাড়ি ফিরুক। তবে এত কিছু অর্জন করার পর, তার পক্ষে ফিরে আসা সহজ নয়।’

করন গ্রেওয়াল জানান, পড়াশোনায় সব সময় অসাধারণ ছিলেন অভয়। আইআইটি বোম্বে থেকে পড়াশোনা শেষ করে তিনি ডিজাইন নিয়ে মাস্টার্স করেন এবং দিল্লি ও কানাডায় কাজ করেন। পরবর্তীতে কানাডা ছেড়ে ভারতে ফিরে আসেন এবং শীতকালে শিমলা, মুসৌরি ও ধর্মশালার মতো আধ্যাত্মিক স্থানগুলোতে সময় কাটান।

করন গ্রেওয়াল বলেন, ‘এরপরই সে সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেয়। সে সব সময় আধ্যাত্মিকতায় আগ্রহী ছিল।’

ছয় মাস আগেও বাবার সঙ্গে যোগাযোগ ছিল অভয়ের। করণ গ্রেটওয়াল বলেন, ‘এরপর সে আমাকে ব্লক করে দেয় এবং সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে।’

করণ আরও বলেন, ‘পরিবারকে দেখভাল করার জন্য তার মা তাকে বাড়ি ফিরতে বলেছিল। তবে সে জানায়, সন্ন্যাসী হওয়ার পর এটি আর সম্ভব নয়।’

ছেলের সিদ্ধান্ত নিয়ে করণ বলেন, ‘সে সব সময় স্বাধীনচেতা ছিল। সে যা সিদ্ধান্ত নিয়েছে, তা নিজেই নিয়েছে। প্রত্যেকেরই তাদের জীবন বেছে নেওয়ার অধিকার রয়েছে এবং আমি তাকে চাপ দিতে পারি না।’

সন্তানকে আরেকবার বোঝানোর চেষ্টা করবেন কিনা জানতে চাইলে করণ বলেন, ‘আমি চেষ্টা করব। তবে আমার মনে হয়, এই পর্যায়ে পৌঁছে সে আমাদের কথা শুনবে না।’

এর আগে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআইটি বাবা অভয় সিং জানিয়েছিলেন, শৈশবে পরিবারের অশান্তি তাঁর আধ্যাত্মিক পথে আসার পেছনে বড় কারণ। তিনি নিজে সরাসরি পারিবারিক সহিংসতার শিকার না হলেও বাবা-মায়ের ঝগড়া তাঁকে মানসিকভাবে আঘাত করেছিল।

অভয় বলেন, ‘পরিবারের অশান্তি থেকে মুক্তি পেতে আমি রাত জেগে পড়াশোনা করতাম।’

বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে অভয় বলেন, ‘বাবা-মায়ের সম্পর্কের অশান্তি দেখে আমি একা শান্তিতে থাকার পথ বেছে নিয়েছি।’

আইআইটি বাবার জীবন এবং তাঁর সিদ্ধান্তের পেছনের গল্প তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে এবং পরিবার তাঁর আধ্যাত্মিক পথকে স্বীকার করলেও তাঁকে বাড়িতে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা এখনো ছাড়েনি।

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইসরায়েল, অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক আজ

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন