অনলাইন ডেস্ক
ইউক্রেনের মারিউপোলের একটি আশ্রয়কেন্দ্রে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে রাশিয়া। মারিউপোলের স্থানীয় কর্মকর্তারা বলছেন, থিয়েটারে বোমা হামলা চালায় রুশ বাহিনী, যেখানে বেসামরিক নাগরিকদের আশ্রয় দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
মারিউপোলের ডেপুটি মেয়র সেরহি অরলভ বিবিসিকে বলেছেন, সেই আশ্রয়কেন্দ্রে সহস্রাধিক লোক আশ্রয় নিয়েছিল। তবে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।
বুধবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘রাশিয়া ইচ্ছাকৃতভাবেই থিয়েটারে হামলা চালিয়েছে। রাশিয়া আমাদের জনগণের প্রতি যা করছে, তাতে আমাদের হৃদয় ভেঙে গেছে।’
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, থিয়েটারে হামলা চালিয়ে রাশিয়া যুদ্ধাপরাধ করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মারিউপোলের প্রসূতি হাসপাতাল, গির্জা ও ভবনে হামলা চালিয়েছিল রুশ সেনারা।
মারিউপোলের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর মারিউপোলে এ পর্যন্ত ২ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে।
তবে ওই থিয়েটার হলে হামলা চালানো হয়নি বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।