অনলাইন ডেস্ক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলে একটি মসজিদে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। সেখানে প্রাপ্তবয়স্ক ও শিশু মিলে ৮০ জনের বেশি আশ্রয় নিয়েছিল। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনের অভিযোগ, মারিউপোল শহর থেকে লোকজনকে বের হতে দিচ্ছে না রুশ বাহিনী। সেখানে হাজার হাজার মানুষ আটকে আছে।
লোকজন না সরাতে পারার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।
একটি টুইট বার্তায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মারিউপোলের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসিয়েন্ট মসজিদে রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে। ৮০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক, শিশু ও তুরস্কের নাগরিক সেখানে ছিল।
এই হামলা হতাহত নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।