অনলাইন ডেস্ক
জাপানের ওসাকা শহরের একটি বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় কিয়োডা নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আটতলা ভবনের চতুর্থ তলায় আগুনের কারণ অনুসন্ধান করছে পুলিশ। চতুর্থ তলায় একটি ক্লিনিক ছিল, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হতো।
ওসাকা ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ১৮ মিনিটে এই চতুর্থ তলাতেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ৭০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এর আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
সংবাদমাধ্যম এনএইচকেকে প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। অদ্ভূত একটা গন্ধও ছড়িয়ে পড়েছিল।