হোম > বিশ্ব > এশিয়া

বাড়ির ভেতর নারীদের দেখা যায় এমন জানালা না রাখার নির্দেশ তালেবানের

অনলাইন ডেস্ক

নারীদের জনসমক্ষে উপস্থিতি সীমিত করে ফেলেছে তালেবান সরকার। ছবি: সংগৃহীত

রান্নাঘর, বাড়ির আঙিনার মতো যেসব জায়গায় নারীরা কাজ করেন, সেসব জায়গার কাছাকাছি কোনো জানালা রাখা যাবে না—এমন আদেশ জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

আরব নিউজের এক প্রতিবেদনে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, নতুন ভবনগুলোতে এমন জানালা রাখা যাবে না, যেগুলো দিয়ে আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া এবং নারীদের সাধারণ ব্যবহারের অন্যান্য জায়গা দেখা যায়।

এমনকি এসব জায়গা দেখা যায়, এমন কোনো জানালা থাকলে সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘নারীদের রান্নাঘরে কাজ করতে দেখা, আঙিনায় থাকা বা কুয়া থেকে পানি সংগ্রহ করার দৃশ্য দেখা—অশ্লীল কাজের দিকে পরিচালিত করতে পারে।’

পৌর কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগকে নির্মাণস্থলে নজরদারির জন্য বলা হয়েছে। কোনো বাড়ির জানালা দিয়ে যেন প্রতিবেশীর বাড়ির ভেতর দেখা সম্ভব না হয় সে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশে বলা হয়, যদি এমন জানালা থাকে, তাহলে মালিকদের দেয়াল নির্মাণ বা জানালার ব্যবস্থা বন্ধ করে দিতে হবে।

২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের জনসমক্ষে উপস্থিতি সীমিত করে ফেলেছে তালেবান সরকার। নারীদের মাধ্যমিক শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে, চাকরিতে সীমাবদ্ধতা আরোপ করেছে এবং পার্কসহ অন্যান্য জনসমাগমস্থলে প্রবেশে নিয়ম জারি করেছে তালেবানরা।

সম্প্রতি নারীদের প্রকাশ্যে গান গাওয়া বা কবিতা আবৃত্তি নিষিদ্ধ করে একটি আইন জারি করে তাঁদের বাড়ির বাইরে কণ্ঠ ও শরীর ঢেকে রাখার পরামর্শ দিয়েছে তালেবান সরকার। কিছু স্থানীয় রেডিও—টেলিভিশন চ্যানেল নারীদের কণ্ঠ প্রচারও বন্ধ করে দিয়েছে। তালেবান সরকারের এসব কার্যক্রমকে ‘লিঙ্গবৈষম্য’ আখ্যা দিয়ে নিন্দা করেছে জাতিসংঘ।

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

দক্ষিণ–পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিয়ের বৈধতা দিল থাইল্যান্ড

মিয়ানমারের রাখাইনে স্বার্থ হাসিলে তৎপর চীন-ভারত

ট্রাম্পের অভিষেকের দিনে ভিডিও আলাপনে যে কথা হলো সি-পুতিনের

সরকারি কর্মচারীদের বহুবিবাহ নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ায় কঠোর বিধি জারি

তালেবান-যুক্তরাষ্ট্র বন্দিবিনিময় চুক্তি সম্পন্ন

যুদ্ধবিরতিতে সম্মত মিয়ানমারের জান্তাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী: চীন

জাপানের অনেক প্রবীণ নারীর কাছে কারাগারই শেষ আশ্রয়স্থল

নির্বাচনের আগে মিয়ানমারে দরকার শান্তি, জান্তাকে আসিয়ান

১৩৫ বছরে ভারত থেকে ৬৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে ব্রিটেন: অক্সফাম

সেকশন