হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে নৌকাডুবিতে ২৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ফিলিপাইনে নৌকাডুবিতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছের একটি হ্রদে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর নিখোঁজ হয়েছেন আরও অন্তত ৬ জন। স্থানীয় উদ্ধারকারীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে রাজধানী ম্যানিলা থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত লাগুনা হ্রদে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আর্মান্ডো বালিলো বলেছেন, ঘূর্ণিঝড় দকসুরি ফিলিপাইনে আঘাত হানার কয়েক ঘণ্টা এর এই দুর্ঘটনা ঘটল। 

আর্মান্ডো বালিলো বলেন, ‘নৌকাটি হ্রদের ভেতরে থাকা অবস্থায় হঠাৎ তীব্র বাতাস শুরু হলে আরোহীরা সবাই ঘাবড়ে যান এবং তাদের অধিকাংশই নৌকাটির বাম পাশে চলে গেলে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়।’ 

স্থানীয় পৌরসভার উদ্ধারকারী বিভাগের কর্মকর্তা কেনেথ সিরাডোস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ছোট যাত্রীবাহী নৌকাটি বিনঙ্গোনান শহর থেকে হ্রদের মাঝখানে তালিম দ্বীপে নিয়মিত চলাচল করছিল।’ তিনি আরও বলেন, ‘উদ্ধারকারীরা পানি থেকে ২৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে।’ 

উল্লেখ্য, ফিলিপাইন মোট ৭ হাজারটিরও বেশি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত একটি দেশ। দুর্বল সামুদ্রিক নিরাপত্তার কারণে প্রতি বছর সামুদ্রিক দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষ মারা যায়। মারা যাওয়াদের মধ্যে বেশির ভাগই জেলে। সাধারণত তাঁরা ছোট আকারের কাঠের নৌকা ব্যবহার করেন থাকেন। যার ফলে দুর্ঘটনাও ঘটে বেশি।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন