হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তান ছাড়ার সিদ্ধান্ত ২ মিনিটে নিয়েছিলেন আশরাফ গনি

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, গত ১৫ আগস্ট ২ মিনিটের সিদ্ধান্তে তিনি দেশ ছেড়েছিলেন। বিবিসির রেডিও ফোর চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে গনি এমনটি বলেছেন।

গনি বলেন, ১৫ আগস্ট সকালেও তিনি একবারও ভাবেননি যে সেদিনই বিকেলে তিনি দেশ ছেড়ে পালাবেন।ভাবেননি, সেটাই আফগানিস্তানের মাটিতে তাঁর শেষ দিন। তবে বিকেলের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। 

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমি যদি ক্ষমতা থেকে না সরতাম, তাহলে হতাহতের ঘটনা ঘটত। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে রক্ষা করতে সক্ষম ছিল না।’

গনি জানান, তালেবানের কাবুলে প্রবেশ দেখে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও তাঁর স্ত্রীকে কাবুল থেকে পালানোর অনুমতি দেন। তিনি নিজে অপেক্ষা করেন তাঁকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যেতে একটা গাড়ি আসার জন্য। 

 আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমাকে নির্দেশ দেওয়া হয় খোস্ত শহরে যাওয়ার জন্য তৈরি হতে। তবে তিনি জানান, খোস্তের পতন হয়েছে। জালালাবাদও তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। আমরা কোথায় যাচ্ছি আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু বিমানটা যখন আকাশে উড়ল, তখন পরিষ্কার হলো যে আমরা আফগানিস্তান ছেড়ে যাচ্ছি। কাজেই এটা খুবই আকস্মিকভাবে ঘটেছিল।’ 

ওই ঘটনার পর থেকে আরব আমিরাতে আছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়ায় সমালোচিত হন বিশ্বব্যাংকের সাবেক এই কর্মকর্তা। তবে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর এটি ছিল গনির প্রথম সাক্ষাৎকার। 

 ওই সমালোচনার জবাবে গনি বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রগুলোকে বিশ্বাস করাই ছিল তার একমাত্র ভুল। আফগানিস্তানের বিষয়টি শেষের দিকে আমেরিকার ইস্যুতে পরিণত হয়েছিল। আমার জীবন ধ্বংস করা হয়েছে। আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে। আফগান জনগণের অধিকার রয়েছে সমালোচনা করার। আমি বুঝতে পারছি ক্ষোভ।’

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন