রয়টার্স, টোকিও
মডার্নার টিকায় দূষণ পাওয়ায় জাপানের অকিনাওয়া ও গানমায় বন্ধ করে দেওয়া হয়েছে টিকাদান কার্যক্রম। অকিনাওয়া কর্তৃপক্ষ বলছে, টিকার শিশিতে তারা কালো এবং গোলাপি বস্তুর উপস্থিতি পেয়েছে। এ নিয়ে বিতর্কের মধ্যেই দূষণের সম্ভাব্য কারণ জানালেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নরিহিসা তামুরা। শিশিতে সুই ভুলভাবে প্রবেশ করানোর কারণে বাইরের বস্তু ভেতরে প্রবেশ করতে পারে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
টিকার শিশির মুখের দিকে ‘রাবার স্টপার’ ব্যবহার করা হয়। এতে থাকে অনেকগুলো বিট। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শিশিতে সিরিঞ্জ প্রবেশ করানোর সময় সুই ঠিকমতো ঢোকানো হয়নি। এতে করে রাবার স্টপারের বিটগুলো ভেঙে যায়। বাইরের বস্তু ভেতরে ঢুকে পড়ে। এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী নরিহিসা তামুরা।