হোম > বিশ্ব > এশিয়া

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ‘বাংলাদেশে পণ্য বর্জনের ডাক’ প্রসঙ্গ

অনলাইন ডেস্ক

সাম্প্রতিক সময়ে ভারত বিরোধী প্রচারণার অংশ হিসেবে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশের একটি পক্ষ। তবে এই পণ্য বর্জনের ঘোষণা দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণায়। আজ বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেন ওই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। 

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, বাংলাদেশের ‘ভারত বর্জন’ কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রণধীর। তবে তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ত সম্পর্ক রয়েছে। বিভিন্ন সেক্টরে বিস্তৃত রয়েছে দুই দেশের ব্যাপক অংশীদারত্ব। 

রণধীর বলেন, ‘আমি বলতে চাই, ভারত-বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমাদের একটি ব্যাপক অংশীদারত্ব রয়েছে যা অর্থনীতি থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, কানেকটিভিটি এবং মানুষ থেকে মানুষে বিস্তৃত।’ 

মূলত বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে ভারতের মনোভব জানতে চাওয়া হয়েছিল রণধীরের কাছে। এ ধরনের কর্মসূচির ফলে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি-না সেই বিষয়টিও জানতে চাওয়া হয়। তবে সুনির্দিষ্টভাবে রপ্তানিতে প্রভাব পড়েছে কি-না সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি মুখপাত্র। 

উল্লেখ্য, বিরোধীদের ভারতীয় পণ্য বর্জনের ডাক নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মন্তব্য করেন। তিনি এই কর্মসূচির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন এবং বিএনপি নেতাদের স্ত্রীদের ব্যবহৃত ভারতীয় শাড়ি পুড়িয়ে ফেলার আহ্বান জানান। 

শেখ হাসিনার ওই মন্তব্য নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করলেও দিল্লির কাছ থেকে আজ বৃহস্পতিবারের আগে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন