হোম > বিশ্ব > এশিয়া

দেশ ছাড়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে যা বলেছিলেন গনি 

অনলাইন ডেস্ক

তালেবানের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে জানিয়েছিলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অ্যান্টনি  ব্লিঙ্কেন।  

গত ১৫ আগস্ট কাবুল দখলে নেয় আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। ওই দিনই আফগানিস্তান ছেড়ে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আশ্রয় নেন আশরাফ গনি।  

টিওএলও-এর সাংবাদিক ব্লিঙ্কেনকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি গনিকে পালাতে সাহায্য করেছেন?

এর জবাবে ব্লিঙ্কেন বলেন, পালানোর আগের রাতে তাঁর সঙ্গে আমার কথা হয় । তখন তিনি বলেছিলেন যে সে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চান।

গনি গতকাল বুধবার একটি বিবৃতি দেন। সেখানে তিনি আফগানিস্তানের জনগণে কাছে ক্ষমা চান। 

বিবৃতিতে তিনি বলেন, তালেবান অপ্রত্যাশিতভাবে শহরে  প্রবেশের পর ১৫ আগস্ট হঠাৎ করে কাবুল ত্যাগ করার বিষয়ে আফগান জনগণের কাছে ব্যাখ্যা দিতে আমি বাধ্য। আমি কাবুলে থাককে সেখানে ৯০ দশকের মতো গৃহযুদ্ধে পড়তে হতো।

কাবুল ছাড়া জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল জানিয়েছে গনি বলেন, এটি ছিল আফগান জনগণকে নিরাপদে রাখার একমাত্র উপায়।

পালানোর সময় লাখ লাখ ডলার সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগও অস্বীকার করেন গনি। 

যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তালেবান সরকারকে নিয়ে তারা উদ্বিগ্ন। তবে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেবে হবে বলেও জানিয়েছে বাইডেন সরকার। 

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন