অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। এমনটাই অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল বুধবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেছেন, এই তিন দেশের সমন্বয়ে গঠিত নয়া সামরিক জোট যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বড় ধরনের মহড়াও চালাচ্ছে।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ করলেও যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান দাবি করেছে, তাদের এই সামরিক কর্মকাণ্ড আত্মরক্ষামূলক এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি ও সামরিক সক্ষমতার সঙ্গে নিজেদের খাপ খাইয়ের নেওয়ার প্রচেষ্টা।
সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ‘হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার বক্তব্য পিয়ংইয়ংয়ের প্রতি আরও বেশি বৈরী হয়ে উঠেছে। জাপানেও আমরা আক্রমণাত্মক বক্তব্য শুনছি এবং দেশটি মার্কিন সহায়তায় ন্যাটো অবকাঠামো স্থাপনের বিষয়ে গুরুত্বসহকারে ভাবছে।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামরিক এই জোটের উদ্দেশ্য স্পষ্টভাবে বলা হয়েছে, তারা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার এশীয় মিত্ররাও তাদের সহযোগিতা এগিয়ে নেওয়ার কথা বলছে। তারা যেভাবে বিষয়টি আলোচনা করছে তা বেশ ইচ্ছাকৃত।’
উল্লেখ্য, গত সপ্তাহে এই যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান একটি যৌথ নৌ মহড়া চালিয়েছে। এই মহড়ায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি অংশ নিয়েছিল। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার এশীয় মিত্রদের এটিই সর্বশেষ শক্তির প্রদর্শনী।