হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার হজেই উড়ন্ত ট্যাক্সি চালাবে সৌদি আরব

অনলাইন ডেস্ক

আসন্ন হজ মৌসুমেই যাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং পণ্য সরবরাহের জন্য ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে সৌদি আরব। দেশটির পরিবহন ও রসদ সরবরাহ মন্ত্রী সালেহ আল-জাসার এই তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে। 

একটি সাক্ষাৎকারে আল-জাসার জানান, আসন্ন বছরগুলোতে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনের মতো ব্যবহারিক পণ্যগুলো সরবরাহ করার জন্য বর্তমানে পরিবহন সংস্থাগুলোর মধ্যে প্রচুর প্রতিযোগিতা চলছে। পাশাপাশি এই ক্ষেত্রটিও ধীরে ধীরে আরও সম্প্রসারিত হচ্ছে। 

এ অবস্থায় সৌদি আরবের পরিবহন ও সরবরাহ মন্ত্রণালয়ের জন্য এই নতুন প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত হওয়া এবং এগুলোকে ব্যবহার করার সবচেয়ে ভালো উপায়টি খুঁজে দেখা জরুরি বলে মনে করেন আল-জাসার। 

তিনি বলেন, ‘এই পরিষেবাগুলো থেকে উপকৃত হওয়ার জন্য এবং হজ মৌসুমে এর সর্বাধিক সুবিধা পেতে আমাদের অবশ্যই একধাপ এগিয়ে থাকতে হবে।’ 

মুসলিমদের কাছে হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। সৌদি আরবের পবিত্র শহর মক্কায় প্রতিবছরই এই তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়। সাধারণত আরবি জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজ সম্পন্ন হয়। এই হিসেবে এবারের হজ মৌসুম আগামী ১৪ জুন শুরু হবে বলে আশা করা হচ্ছে। 

উল্লেখ্য, হজকে সামনে রেখে চলতি বছরের শুরুর দিকেই উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক ব্যবহারের পরিকল্পনা করেছিল সৌদি আরব। এসব ট্যাক্সির মাধ্যমে হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দর থেকে মক্কার হোটেলে পরিবহন করা হবে। মূলত হজ মৌসুমে যাত্রীদের ভোগান্তি কমাতে নতুন এই যান ব্যবহারের চিন্তা শুরু করে সৌদি কর্তৃপক্ষ। 

ইতিপূর্বে সৌদিয়া গ্রুপের মুখপাত্র আবদুল্লাহ আল-শাহরানি জানিয়েছিলেন, সৌদিয়া গ্রুপ ১০০ লিলিয়াম জেট ও জার্মান বৈদ্যুতিক যান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান কেনার চুক্তি করেছে। পুরোপুরি বৈদ্যুতিক শক্তিতে চলা এই যানের মাধ্যমে জেদ্দা বিমানবন্দর থেকে মক্কার পবিত্র মসজিদ ও আশপাশের হোটেলগুলোতে যাত্রী পরিবহন করা হবে। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হলে হজ ও ওমরাহ মৌসুমে তা চালু করা হবে। 

তিনি আরও জানান, প্রায় ১০০ বৈদ্যুতিক বিমান কেনার মাধ্যমে উন্নত পরিষেবা চালু করা হবে। এসব বিমানে থাকবে বিশেষ কেবিন, যার মাধ্যমে অভিজাত অতিথিরা সেরা ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন। আর উড়ন্ত ট্যাক্সির উদ্যোগটি বিমান পরিবহন খাতকে উন্নত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

৯০ ফিলিস্তিনির বিনিময়ে ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

গাজার রাফাহ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

সেকশন