অনলাইন ডেস্ক
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আলকায়েদার একজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০ সেপ্টেম্বর সেলিম আবু আহমাদ সিরিয়ার ইদলিবের কাছে একটি মার্কিন বিমান হামলায় নিহত হন। সেলিম আলকায়েদার হামলার পরিকল্পনা ও অর্থায়নের দায়িত্বে ছিলেন।
মার্কিন কর্মকর্তারা বলছেন, এই হামলায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি।