হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানসহ পিটিআইয়ের ৬০০ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানসহ দলটির ৬০০ নেতার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাকিস্তানের জিও নিউজ অসমর্থিত সূত্রে এ তথ্য জানিয়েছে। 

সূত্র অনুযায়ী, ৯ মের সহিংসতা ও শহীদদের স্মৃতিসৌধ অবমাননার তদন্ত করছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন অথোরিটি (এফআইএ)। এই তদন্তের স্বার্থেই তাঁদের নাম সংস্থাটির প্রভিশনাল ন্যাশনাল আইডেনটিফিকেশন লিস্টের (পিএনআইএল) অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ এই লিস্টের অন্তর্ভুক্ত হলে তিনি আর দেশ ত্যাগ করতে পারেন না। 

এই তালিকায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নামও রয়েছে। এ ছাড়া মুরাদ সাঈদ, মালেকা বোখারি, ফাওয়াদ চৌধুরী, হাম্মাদ চৌধুরী, কাসিম সুরী, আসাদ কায়সার, ইয়াসমিন রশিদ ও মিয়ান ইকবালও রয়েছেন এই তালিকায়। 

সূত্র আরও জানিয়েছে, পিটিআই নেতা ও কর্মকর্তারা গত তিন দিন ধরে দেশত্যাগের চেষ্টা করছেন। কিন্তু তাঁদের এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও গোয়েন্দা সংস্থাগুলো তাঁদের নাম এয়ারপোর্টকে আগেই জানিয়েছিল বলে জানা গেছে। 

 ৯ মের সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত তেহরিক-ই-পাকিস্তানের হাজারো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সহিংসতায় অন্তত আটজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছিলেন। 

এদিকে ৯ মে প্রকাশ্যে রাষ্ট্রীয় স্থাপনায় হামলার নিন্দা জানান পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা ও আইনপ্রণেতা। এরপর তাঁরা দল থেকে পদত্যাগও করেছেন। তাঁদের মধ্য রয়েছেন শিরেন মাজারি, আসাদ উমার, ফাওয়াদ চৌধুরী, আমির মাহমুদ খান, মালিক আমিন আসলাম, মাহমুদ মৌলভি, আফতাব সিদ্দিকি, ফায়াজুল হাসান চোহান।

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরার ৭ বছর

পাকিস্তান এয়ারলাইনসের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড়, তদন্তের নির্দেশ

পাকিস্তানের পাঞ্জাবে মিলল ৩২ হাজার কেজি স্বর্ণের খনি

যৌথ ব্যবসা পরিষদ গঠনে বাংলাদেশ-পাকিস্তানের চুক্তি

ইমরান খানকে কারাগার থেকে গৃহবন্দী করার প্রস্তাব, পিটিআই-সরকার আলোচনায় জটিলতা

বিশ্বব্যাংক থেকে ৪০ বিলিয়ন ডলার ঋণের আশায় পাকিস্তান

ওআইসির সহযোগিতায় বাংলাদেশিদের জন্য ফেলোশিপ চালু করল লাহোর ইউনিভার্সিটি

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পাকিস্তান গিয়ে বিপদে ভারতীয় তরুণ

পাকিস্তানি পরিচয়পত্রধারী ৩ বাংলাদেশি বোন করাচিতে গ্রেপ্তার

সেকশন