হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নির্বাচনে হস্তক্ষেপের মামলায় কারাগারে ট্রাম্প, ২০ মিনিট পর জামিনে মুক্ত 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আত্মসমর্পণের পর তাঁকে স্বল্প সময়ের জন্য কারাগারে পাঠানো হয়। প্রায় ২০ মিনিট পর জামিনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করে ট্রাম্প। সে সময় পুলিশ ডোনাল্ড ট্রাম্পের মাগশট (কোনো আসামির বিভিন্ন দিক থেকে তোলা ছবিকে মাগশট বলা হয়) ও আঙুলের ছাপ নেয়। পরে ২ লাখ ডলারের মুচলেকা দিয়ে কারাগার থেকে বের হন তিনি। 

ট্রাম্পকে গ্রেপ্তারের পর কারাগারের নথির বরাত দিয়ে সেখানে কি হয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়, ফুলটন কাউন্টি কারা কর্তৃপক্ষ ডোনাল্ড ট্রাম্পের মাগশট নেওয়ার পাশাপাশি তাঁর উচ্চতা, ওজন এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যও নথিবদ্ধ করেছে। সেই নথিতে বলা হয়েছে, ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। কারা নথিতে আরও উল্লেখ করা হয়েছে, তাঁর ওজন ৯৭ কেজি ৫০০ গ্রাম। চোখের রং নীল এবং চুলের রং সোনালি বা স্ট্রবেরি। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফুলটন কাউন্টি কারাগারে প্রায় ২০ মিনিটের মতো সময় ব্যয় করেন। পরে সেখানকার আনুষ্ঠানিকতা সেরে তিনি ব্যক্তিগত বিমানে করে নিউ জার্সিতে ফিরে যান। তার আগে আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দরে বিমানে চড়ার আগে সাংবাদিকদের বলেন, তাঁর এবং অন্যদের বিরুদ্ধে আনীত এসব অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে যা ঘটেছে তা ন্যায়বিচারের নামে প্রতারণা। আমি ভুল কিছু করিনি এবং সবাই সেটা জানে।’ 

এর আগে, ফুলটন কাউন্টির অ্যাটর্নি ফ্যানি উইলিস ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। গত ১৪ আগস্ট ফুলটন কাউন্টির তদন্ত কর্মকর্তারা কাউন্টি আদালতের বিচারক রবার্ট ম্যাকবার্নির কাছে অভিযোগপত্র জমা দেন। এই অভিযোগপত্র দেওয়ার আগের দিন আদালতের ওয়েবসাইটে ১৩ অভিযোগসংবলিত একটি নথি প্রকাশ করা হয়েছিল। পরে এই নথি সরিয়ে নেওয়া হয়। এতে বলা হয়, ২০২১ সালের ২ জানুয়ারি ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করেছিলেন।। সে সময় ট্রাম্প ওই ব্র্যাড রাফেনস্পার্জারকে বলেছিলেন, ‘কিছু ভোটের ব্যবস্থা করুন, যাতে নির্বাচনের ফল বদলে দেওয়া যায়।’ তবে ট্রাম্পের ট্রাম্পের ওই আহ্বানে সাড়া দেননি ব্র্যাড রাফেনস্পার্জার।  

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ২০২০ সালের ৩ নভেম্বর ভোটের আগে থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ট্রাম্প ও তাঁর সহযোগীরা বেশ কিছু অপরাধ করেছেন। এর মধ্যে ২০২০ সালের নির্বাচন যাচাই-বাছাইয়ে আইনপ্রণেতাদের গঠিত কমিটিতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগও রয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় বাধা, নির্বাচনী সরঞ্জাম ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে ট্রাম্প ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। বলা হয়েছে, জর্জিয়ার প্রত্যন্ত এলাকাগুলোয় ভোটারদের তথ্য চুরি ও ব্যালটের ছবি তুলেছেন ট্রাম্পের সমর্থকেরা। এ ছাড়া তাঁর সমর্থকেরা নির্বাচনী কর্মকর্তাদের হয়রানিও করেছেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 

যদিও ট্রাম্পও এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলছেন, এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি যাতে আর প্রেসিডেন্ট হতে না পারেন, সেই চক্রান্ত হচ্ছে। 

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে বাইডেনের কাছে মাত্র ১১ হাজার ৭৭৯ ভোটে হেরে যান। পরে ২০২১ সালের ২ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অনুরোধ করেন। ট্রাম্প রাফেনস্পার্জারকে বলেন, তাঁর জয়ের জন্য আরও ভোটের ‘ব্যবস্থা’ করতে। অবশ্য রাফেনস্পার্জার ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। 

এই ঘটনার চার দিন পর অর্থাৎ ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকেরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল তথা পার্লামেন্ট ভবনে হামলা চালায় এবং বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা না দিতে দেশটির আইনপ্রণেতাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

দায়িত্ব গ্রহণের পর চীন ও ভারত সফর করবেন ট্রাম্প

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

সেকশন