হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে বিদায়ী ভাষণে কাঁদলেন বাইডেন 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন বা জাতীয় সম্মেলনে বিদায়ী ভাষণে অশ্রুসিক্ত হয়ে উঠেছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তাঁকে সম্মেলনে উপস্থিত দলটির প্রতিনিধিরা দাঁড়িয়ে বাইডেনকে সম্মান জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মাসখানেক আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। সর্বশেষ গতকাল সোমবার তিনি শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে হাজির হয়ে ভাষণ দেন এবং সেখানেই অশ্রুসিক্ত হয়ে ওঠেন। 

ভাষণ দিতে গিয়ে অশ্রুসিক্ত প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের ভালোবাসি।’ এর আগে, মঞ্চে ওঠার সময় ডেমোক্রেটিক পার্টির সমর্থকেরা বাইডেনের উদ্দেশে চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা আপনাকে ভালোবাসি জো।’ 

ভাষণের একপর্যায়ে সম্মেলনে আকস্মিকভাবে হাজির হয়ে বাইডেনকে চমকে দেন তাঁর ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এ সময় হ্যারিস বাইডেনকে ‘দুর্দান্ত’ প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়ে তাঁকে ধন্যবাদ জানান। বাইডেন ভাষণে কমলা হ্যারিসকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা উভয়ই জানি, আমাদের আরও অনেক কাজ করা বাকি। একই সঙ্গে এটাও বলতে পারি, আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি।’ 
 
পরে মনোনীত প্রার্থী হিসেবে সম্মেলনের প্রথম দিনে কথা বলার রেওয়াজ না থাকলেও কমলা হ্যারিস সম্মেলনে কথা বলেন এবং বাইডেনের ব্যাপক প্রশংসা করেন। কমলা বলেন, ‘আমরা একজন অসামান্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করার মধ্য দিয়ে আমাদের (সম্মেলনের) যাত্রা শুরু করতে চাই। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ।’

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

সেকশন