হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যাপিটল হিল দাঙ্গা: ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেস প্যানেল দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দিতে সমন জারি করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পকে সম্বোধন করে একটি নথিতে বলা হয়েছে, আপনিই প্রথম এবং একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি একটি নির্বাচন বানচাল করার চেষ্টার কেন্দ্রে ছিলেন। এতে আরও বলা হয়েছে, আপনি জানতেন, এ ধরনের কর্মকাণ্ড ছিল সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক।

ট্রাম্পের একজন আইনজীবী কমিটিতে থাকা আইনপ্রণেতাদের এ ধরনের উদ্যোগকে ‘নিয়ম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ‘ধ্বংসাত্মক’ কার্যকলাপ থেকে ভোটারদের দৃষ্টি সরিয়ে নেওয়ার অপচেষ্টা হিসেবে তাঁর সঙ্গে এসব করা হচ্ছে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সমনের আদেশ না মানলে ট্রাম্প ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারেন। কমিটির সামনে প্রয়োজনীয় নথি উত্থাপনের জন্য সাবেক প্রেসিডেন্টকে ৪ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে অবশ্যই ১৪ নভেম্বরের মধ্যে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত হতে হবে।

ডোনাল্ড ট্রাম্প যদি সাক্ষ্য দিতে কিংবা নথি হস্তান্তর করতে অস্বীকার করেন, তবে বিষয়টি বিচার বিভাগের কাছে পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে তখন ফৌজদারি অভিযোগের কার্যক্রম শুরু হবে।

এর আগে ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে কংগ্রেস অবমাননার দায়ে চার মাসের কারাদণ্ড ও ৬ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এই কারাদণ্ডাদেশের মাত্র কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করা হলো।

স্টিভ ব্যানন কংগ্রেস কমিটির সামনে সাক্ষ্য দিতে এবং নথি হস্তান্তর করতে অস্বীকার করেছিলেন। একই ধরনের অভিযোগ রয়েছে ট্রাম্পের আরেক সহযোগী পিটার নাভারোর বিরুদ্ধে। তাঁকেও আগামী মাসে কংগ্রেস অবমাননার দায়ে বিচারের মুখোমুখি করা হবে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিল ভবনে সহিংসতা চালিয়েছিল। সেই সহিংসতার তদন্ত করছে কংগ্রেসের নির্বাচিত কমিটি। কংগ্রেসের কমিটির ৯ জন সদস্য ওই সহিংস ঘটনার ব্যাপারে সর্বসম্মতভাবে রিপাবলিকানদের অবস্থান জানাতে গত সপ্তাহে ভোট দিয়েছেন।

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

সেকশন