হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যাপিটল হিল দাঙ্গা: ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেস প্যানেল দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দিতে সমন জারি করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পকে সম্বোধন করে একটি নথিতে বলা হয়েছে, আপনিই প্রথম এবং একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি একটি নির্বাচন বানচাল করার চেষ্টার কেন্দ্রে ছিলেন। এতে আরও বলা হয়েছে, আপনি জানতেন, এ ধরনের কর্মকাণ্ড ছিল সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক।

ট্রাম্পের একজন আইনজীবী কমিটিতে থাকা আইনপ্রণেতাদের এ ধরনের উদ্যোগকে ‘নিয়ম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ‘ধ্বংসাত্মক’ কার্যকলাপ থেকে ভোটারদের দৃষ্টি সরিয়ে নেওয়ার অপচেষ্টা হিসেবে তাঁর সঙ্গে এসব করা হচ্ছে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সমনের আদেশ না মানলে ট্রাম্প ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারেন। কমিটির সামনে প্রয়োজনীয় নথি উত্থাপনের জন্য সাবেক প্রেসিডেন্টকে ৪ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে অবশ্যই ১৪ নভেম্বরের মধ্যে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত হতে হবে।

ডোনাল্ড ট্রাম্প যদি সাক্ষ্য দিতে কিংবা নথি হস্তান্তর করতে অস্বীকার করেন, তবে বিষয়টি বিচার বিভাগের কাছে পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে তখন ফৌজদারি অভিযোগের কার্যক্রম শুরু হবে।

এর আগে ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে কংগ্রেস অবমাননার দায়ে চার মাসের কারাদণ্ড ও ৬ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এই কারাদণ্ডাদেশের মাত্র কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করা হলো।

স্টিভ ব্যানন কংগ্রেস কমিটির সামনে সাক্ষ্য দিতে এবং নথি হস্তান্তর করতে অস্বীকার করেছিলেন। একই ধরনের অভিযোগ রয়েছে ট্রাম্পের আরেক সহযোগী পিটার নাভারোর বিরুদ্ধে। তাঁকেও আগামী মাসে কংগ্রেস অবমাননার দায়ে বিচারের মুখোমুখি করা হবে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিল ভবনে সহিংসতা চালিয়েছিল। সেই সহিংসতার তদন্ত করছে কংগ্রেসের নির্বাচিত কমিটি। কংগ্রেসের কমিটির ৯ জন সদস্য ওই সহিংস ঘটনার ব্যাপারে সর্বসম্মতভাবে রিপাবলিকানদের অবস্থান জানাতে গত সপ্তাহে ভোট দিয়েছেন।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি