অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের নভেম্বরে। এই নির্বাচনে দেশটির প্রধান দুই দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থী চূড়ান্ত হয়েছে। ফলে, আসন্ন নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লড়াই একপ্রকার নিশ্চিত। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গতকাল মঙ্গলবার উভয় দলের প্রার্থীই চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয়সংখ্যক প্রতিনিধি ভোট পেয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিগত ৭০ বছরে এই প্রথম বর্তমান প্রেসিডেন্ট ও তাঁর আগের প্রেসিডেন্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।
ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার জন্য বাইডেনের সর্বনিম্ন ১৯৬৮ জন প্রতিনিধির ভোট প্রয়োজন ছিল। মঙ্গলবার শুরু হওয়া জর্জিয়া অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনেই সেই সমর্থন পেয়ে গেছেন তিনি। মার্কিন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এর বাইরে মিসিসিপি, ওয়াশিংটন, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড ও বিদেশে অবস্থানরত ডেমোক্র্যাট সমর্থকদের প্রতিনিধিদের ভোট গণনাও চলছে।
বাইডেনের মনোনয়ন নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টা পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নও নিশ্চিত হয়। রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ১ হাজার ২১৫ প্রতিনিধির ভোট পেয়ে গেছেন তিনি।
জর্জিয়াসহ উল্লিখিত চারটি অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচন থেকে প্রতিনিধিদের সমর্থন পাওয়ার মাধ্যমে তাঁর মনোনয়ন নিশ্চিত হয়। তবে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগসহ নানা অভিযোগ নিয়ে আইনি ঝামেলায় আছেন ডোনাল্ড ট্রাম্প।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর একটি বিবৃতি জারি করেন জো বাইডেন। তিনি বলেন, ‘এ দেশের ভবিষ্যৎ ভোটাররাই ঠিক করবেন—আমরা কি ঘুরে দাঁড়াব এবং আমাদের গণতন্ত্র রক্ষা করব, নাকি অন্যদের তা ভেঙে দিতে দেব? আমরা কি আমাদের স্বাধীনতা বাছাই করার ও রক্ষা করার অধিকার ফিরিয়ে নেব, নাকি চরমপন্থীদের তা কেড়ে নিতে দেব?’
এদিকে, মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিও ভাষণে ট্রাম্প বলেন, জয় উদ্যাপনের কোনো সুযোগ নেই। এ সময় তিনি জো বাইডেনকে মার্কিন ইতিহাসে সবচেয়ে ‘বাজে’ প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়ে তাঁকে হারানোতে মনোযোগ দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।