হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েলে হামলার ‘অপরাধে’ হামাসের ৬ শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ। মূলত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ হামাসের ছয় শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ আনে। এই ছয়জনের মধ্যে তিনজন এরই মধ্যে মারা গেছেন। এই তিনজন হলেন—হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, যাকে গত জুলাইয়ে তেহরানে হত্যা করা হয়; মোহাম্মদ দাইফ, যিনি জুলাই মাসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন এবং মারওয়ান ইসা। ইসরায়েল বলেছে, তারা মার্চ মাসে এক হামলায় তাঁকে হত্যা করেছে। 

জীবিত অভিযুক্তরা হলেন—হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার, যিনি গাজায় রয়েছেন বলে বিশ্বাস করা হয়; খালেদ মেশাল, যিনি কাতারের রাজধানী দোহায় থাকেন এবং হামাসের প্রবাসী অফিসের প্রধান আলি বারাকা। তিনি লেবাননে থাকেন বলে জানা গেছে। 

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এই ছয়জনকে অভিযুক্ত করার বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘এই আসামিরা ইরান সরকারের অর্থায়ন, অস্ত্র, রাজনৈতিক সমর্থনে সজ্জিত এবং তারা (হিজবুল্লাহরও) সমর্থনে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এবং সেই লক্ষ্যে বেসামরিকদের হত্যা করার জন্য হামাসের প্রচেষ্টাকে নেতৃত্ব দিয়েছে।’ 

এদিকে, মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—মার্কিন কৌঁসুলিরা চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনে। কিন্তু হানিয়াকে ধরার আশায় এই মামলার বিষয়টি তারা গোপন রেখেছিল।

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

সেকশন