হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রকে পৃথিবীর ক্রিপ্টোকারেন্সির রাজধানী বানাবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে পৃথিবীর ক্রিপ্টোকারেন্সির রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে এমনটা করার চেষ্টা করবেন তিনি। এ লক্ষ্যে একটি পরিকল্পনা প্রকাশের ঘোষণাও দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এক ভিডিও ও ভয়েস ওভারের মাধ্যমে এ ঘোষণা দেন। ভয়েস ওভারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজ বিকেলে আমি একটি পরিকল্পনা করেছি যে, মার্কিন যুক্তরাষ্ট্র হবে আমাদের গ্রহের ক্রিপ্টোকারেন্সির রাজধানী।’ 

ভিডিও ও ভয়েস ওভারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা আপনার কণ্ঠ রোধ করতে চায়। তারা আপনাকে ব্যবসা থেকে বিরত রাখতে চায়। আমরা এটা হতে দেব না।’ তবে এই তারা আসলে কারা সে বিষয়টি ট্রাম্প স্পষ্ট করেননি তাঁর ভিডিও ভয়েস ওভারে। 

ভিডিওটিতে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালেরও কথা বলা হয়েছে। এটি মূলত একটি বিকেন্দ্রীকৃত আর্থিক প্রকল্প। সম্প্রতি সাবেক এই প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প প্রচার করছেন। ট্রাম্প জুনিয়র আগে বলেছেন যে, এই প্ল্যাটফরম ঐতিহ্যবাহী ব্যাংকিং ব্যবস্থার প্রতিদ্বন্দ্বিতা করবে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৫৩ হাজারেরও বেশি অনুসারীসহ প্রকল্পের টেলিগ্রাম চ্যানেলটি দ্রুত গ্রাহক অর্জন করছে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম ব্যক্তি, যিনি প্রার্থী হিসেবে ক্রিপ্টোকারেন্সিকে অনুদান তহবিল হিসেবে গ্রহণ করেছেন। গত মাসে বিটকয়েন আয়োজিত এক সম্মেলনে বক্তা হিসেবে হাজির হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য সেই অনুষ্ঠানের হাজিরা দেওয়ার মাধ্যমে তিন ৮ লাখ ৪৪ হাজার ৬০০ ডলার ফি নিয়েছেন। 

ট্রাম্প বলেছেন, ভবিষ্যতের আমেরিকা সম্পর্কে তাঁর যে দৃষ্টিভঙ্গি, তার জন্য ক্রিপ্টো অপরিহার্য। গত মাসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে এটি নিশ্চিত করবেন যে মার্কিন সরকার কখনই নিজেদের কাছে থাকা বিটকয়েন হোল্ডিং বিক্রি করবে না এবং বিটকয়েনে একটি ‘কৌশলগত রিজার্ভ’ তৈরি করবে।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি