অনলাইন ডেস্ক
একুশ বছর আগে আমেরিকায় চারটি যাত্রীবাহী জেট বিমান ছিনতাই করে সেগুলো দিয়ে হামলা চালানো হয় নিউইয়র্কের দুটি আকাশচুম্বী ভবনে, যে ঘটনায় নিহত হয় কয়েক হাজার মানুষ। এই হামলা ছিল শতাব্দীর সবচেয়ে ভয়াবহ হামলার একটি। শুধু আমেরিকানদের জন্যই নয়, গোটা বিশ্ব চমকে গিয়েছিল ঘটনার ভয়াবহতায়।
দিনটি ছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। ওই হামলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা। হামলার শিকার হয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রাণ হারায় প্রায় তিন হাজার মানুষ।
৯/১১ নামে পরিচিতি পাওয়া ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ শামিল হয় পশ্চিমা বিশ্ব। ওই হামলার জন্য জঙ্গি সংগঠন আল কায়েদাকে দায়ী করে দলটির নেতা ওসামা বিন লাদেনের ঘাঁটি আফগানিস্তানে হামলা চালায় ওয়াশিংটন। ক্ষমতাচ্যুত করা হয় লাদেনের মিত্র তৎকালীন তালেবান সরকারকে। ১১ সেপ্টেম্বরের হামলার দুই দশকের মাথায় গত বছর আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্রের সেনারা। ফের কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।
ফার্স্ট লেডি জিল বাইডেন পেনসিলভানিয়ার শ্যাংকসভিলে ফ্লাইট ৯৩ ন্যাশনাল মেমোরিয়াল অবজারভেন্সে ৯/১১-এর অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডগলাস এমহফ নিউইয়র্ক সিটিতে জাতীয় স্মৃতিসৌধে একটি স্মরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
দিবসের কর্মসূচি শুরু হবে স্থানীয় সময় রোববার সকালে মেমোরিয়াল প্লাজা নামে পরিচিত নিউইয়র্কের ৯/১১ মিউজিয়াম অ্যান্ড মেমোরিয়াল থেকে। সেখানে নিহতদের স্মরণে থাকবে বিভিন্ন আয়োজন।