অনলাইন ডেস্ক
সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ হয়ে যাওয়ার দুই দিনের মাথায় বন্ধ হলো যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১২ মার্চ) নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ব্যাংকিং খাতে বিপর্যয়ের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম ঘটনা।
নিউইয়র্ক রাজ্যের ফিন্যান্সিয়াল সার্ভিস বিভাগের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। সিগনেচার ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৩৬ কোটি ডলার এবং তাদের আমানত আছে ৮ হাজার ৮৫০ কোটি ডলার।
তবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো নতুন চাপ আসবে না বলে জানিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। এ বিষয়ে রাজস্ব বিভাগ ও ব্যাংকের নিয়ন্ত্রকদের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, সিলিকন ভ্যালি ব্যাংক কিংবা সিগনেচার ব্যাংকে এখনো যাঁদের টাকা জমা আছে, এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠান সোমবার থেকে তাঁদের অর্থ উত্তোলন করতে পারবেন।
এর আগে গত শুক্রবার পুঁজি সংকটের কারণে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। এরই মধ্যে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পত্তি সরকারি নিয়ন্ত্রকদের দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছে। দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইতিহাসে এটি একটি বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।