হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ব্যাংক খাতে বিপর্যয়: সিলিকন ভ্যালির পর বন্ধ হলো সিগনেচার ব্যাংক 

অনলাইন ডেস্ক

সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ হয়ে যাওয়ার দুই দিনের মাথায় বন্ধ হলো যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১২ মার্চ) নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ব্যাংকিং খাতে বিপর্যয়ের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম ঘটনা। 

নিউইয়র্ক রাজ্যের ফিন্যান্সিয়াল সার্ভিস বিভাগের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। সিগনেচার ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৩৬ কোটি ডলার এবং তাদের আমানত আছে ৮ হাজার ৮৫০ কোটি ডলার। 

তবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো নতুন চাপ আসবে না বলে জানিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। এ বিষয়ে রাজস্ব বিভাগ ও ব্যাংকের নিয়ন্ত্রকদের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, সিলিকন ভ্যালি ব্যাংক কিংবা সিগনেচার ব্যাংকে এখনো যাঁদের টাকা জমা আছে, এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠান সোমবার থেকে তাঁদের অর্থ উত্তোলন করতে পারবেন। 

এসভিবির মতো সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ঘোষণাও হঠাৎ করে আসে। সাপ্তাহিক ছুটির দিন হলেও রোববার সিগনেচার ব্যাংকের ম্যানহাটনের প্রধান কার্যালয়ে এক বৈঠকে উপস্থিত হওয়ার জন্য কর্মীরা জড়ো হয়েছিলেন। এমনকি একটি ইতালিয়ান রেস্তোরাঁ থেকে দুপুরের খাবারের অর্ডারও দিয়েছিলেন, সঙ্গে ছিল স্টারবাকসের কফি। এ সময় ব্যাংক বন্ধ করে দেওয়ার ঘোষণা আসে। সঙ্গে সঙ্গে কর্মীরা এক এক করে প্রধান কার্যালয় থেকে বেরিয়ে আসেন। তবে ঠিক কী কারণে ব্যাংকটি বন্ধ করা হলো, এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এর আগে গত শুক্রবার পুঁজি সংকটের কারণে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। এরই মধ্যে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পত্তি সরকারি নিয়ন্ত্রকদের দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছে। দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইতিহাসে এটি একটি বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

সেকশন