রিচার্ড নিক্সন এবং ওয়াটারগেট কেলেঙ্কারির কথা অনেকেরই জানা। তবে ওয়াটারগেট কেলেঙ্কারি ঘটার পেছনের পরিকল্পনার বিষয়টি বেশ চমকপ্রদ। অপারেশন জেমস্টোনের ব্যর্থ পরিণতিই ওয়াটারগেট কেলেঙ্কারি। তবে জেমস্টোন মূলত ‘অপারেশন স্যান্ডওয়েজ’ নামে আরেকটি পরিকল্পনার বর্ধিত রূপ।
অপারেশন স্যান্ডওয়েজের বীজ রোপিত হয় ১৯৬৮ সালে। সে বছর রিচার্ড নিক্সন রিপাবলিকান পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নিক্সনের চিফ অব স্টাফ ছিলেন এইচআর হ্যাল্ডেমেন। ১৯৫২ সালে নিক্সন আইজেনহাওয়ারের রানিংমেট হিসেবে নির্বাচন করার সময় তাঁর নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন হ্যাল্ডেমেন। তাঁর সহকারী ছিলেন গর্ডন সি. স্ট্র্যানচান।
১৯৭২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিক্সনের দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করাটা বেশ কঠিন হয়ে ওঠে। বিরোধীদের কাবু করতে কূটকৌশলের আশ্রয় নেয় নিক্সন শিবির। নিক্সনের নির্বাচনী প্রচারণার মূল কৌশল ছিল বিরোধী দল ও নেতাদের বিষয়ে ভুয়া তথ্য ছড়ানো। নির্বাচনের এক বছর আগে অর্থাৎ ১৯৭১ সালের আগস্টে স্ট্র্যানচান নিক্সনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী এডমন্ড মুস্কির অফিসে অনুপ্রবেশ করে তথ্য হাতিয়ে নেওয়ার ফন্দি বাতলে দেন। এর জন্য নিক্সনের নির্বাচনী প্রচারণায় গঠিত কমিটি ফর রি–ইলেকশন অব দ্য প্রেসিডেন্টের (সিআরপি) সদস্য জেব স্টুয়ার্ট ম্যাগ্রুডারকে প্ররোচিত করেন স্ট্র্যানচান। বিষয়টি নির্বাচনী প্রচারণার মূল পরিকল্পনায় না এলেও আইডিয়াটিকে আরও বিস্তৃত করা কি না তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন সিআরপির সদস্যরা।
সেই ইউনিটকে কার্যকর করতে হ্যাল্ডেমেন, নিক্সনের সহযোগী জন এলরিখম্যান এবং সাবেক পুলিশ কর্মকর্তা ও রিপাবলিকান পার্টির কর্মী জন কফিল্ড একটি পরিকল্পনা তৈরি করেন। পরিকল্পনা অনুসারে মোটাদাগে, ডেমোক্রেটিক পার্টির অফিসে নজর রাখা, ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলন নস্যাৎ করা ছাড়াও বিরোধীদের ব্যক্তিগত–যৌন জীবনের ওপর নজর রাখা, তাদের আর্থিক লেনদেনের তথ্য হাতিয়ে নেওয়া, ব্যক্তিগত অভ্যাসের বিষয়ে জানা— এর অন্যতম লক্ষ্য ছিল। কারা এই অপারেশনে কাজ করবে তাদের একটি তালিকাও প্রস্তুত করেছিলেন কফিল্ড। টনি উলাসিজ নামে এক ফিল্ড এজেন্টকে নিয়োগও দেওয়া হয়েছিলেন। সমগ্র পরিকল্পনার নাম দেওয়া হয় ‘অপারেশন স্যান্ডওয়েজ’।
এর পরের ঘটনা প্রায় সবারই জানা। সব মিলিয়ে অপারেশন স্যান্ডওয়েজ এবং জেমস্টোনের সঙ্গে ৬৯ জন জড়িত ছিলেন। এদের মধ্যে ৪৮ জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে বাধ্য হন নিক্সন। বিশ্লেষকদের অনেকেই বলেন, যদি অপারেশন স্যান্ডওয়েজ পরিকল্পনা অনুসারে এগিয়ে যেতে পারত তবে ওয়াটারগেট কেলেঙ্কারি নাও ঘটতে পারত। বেঁচে যেতেন নিক্সন।