হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সস্তা একটি গৃহস্থালি রোবটে এত ফিচার দেবে আমাজন!

অনলাইন ডেস্ক

ঘরের টুকিটাকি কাজ করবে। আপনি বাড়িতে না থাকলেও পোষা প্রাণী, মানুষের দেখাশোনা ও বাড়ির সুরক্ষা নিয়ে ভাবনা নেই। রিমোট কন্ট্রোলে আপনার নির্দেশনা মেনে সব কাজ করে দেবে। বাড়িতে অস্বাভাবিক কিছু দেখলেও স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সতর্কবার্তা পাঠিয়ে দেবে একটি গৃহস্থালি রোবট। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, এ কোনো সায়েন্স ফিকশন বা বানোয়াট গল্প নয়। ই-কমার্স জায়ান্ট আমাজন প্রথমবারের মতো এমনই এক রোবট আনছে বাজারে। আলেক্সা স্মার্ট হোম প্রযুক্তি দ্বারা চালিত এই রোবটের নাম দেওয়া হয়েছে 'অ্যাস্ট্রো'। চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে অ্যাস্ট্রো। তবে সবাই নয়, প্রাথমিকভাবে আগাম অর্ডারসাপেক্ষে শুধু যুক্তরাষ্ট্রের কিছু গ্রাহক রোবটটি কেনার সুযোগ পাবেন। পরে অন্যান্য দেশের গ্রাহকেরাও প্রযুক্তিপণ্যটি কিনতে পারবেন। কবে থেকে আগাম অর্ডার করা যাবে তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। 

রোবটটির বাজারমূল্যও খুব বেশি নয়। মাত্র ৯৯৯ দশমিক ৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৫ হাজার ৬৫২ টাকা। সব দেশের জন্য উন্মুক্ত হওয়ার পরে এর মূল্য কিছুটা বাড়বে। তখন এর দাম ১৪৪৯ দশমিক ৯৯ ডলার (১ লাখ ২৪ হাজার ১৯৬ টাকা) পর্যন্ত বাড়তে পারে। 

অ্যাস্ট্রোতে বিজ্ঞানীরা কিছু মানবিক গুণাবলি দেওয়ার চেষ্টা করেছেন, যা তাঁকে অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে চাকাযুক্ত আলেক্সার চেয়েও অনন্য করে তুলেছে। বিটবক্সে হিপ-হপ বিটে গান বাজালে এই রোবট মাথা নাড়ে ও মুখভঙ্গি প্রকাশ করে। 

এত পরিষেবা যুক্ত করার পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও ভেবেছে আমাজন। নিরাপত্তার স্বার্থে বাড়ির নির্দিষ্ট স্থান বা ঘরের নির্দিষ্ট কক্ষে এর প্রবেশাধিকার বন্ধের ফিচারও রয়েছে। এ জন্য অ্যাস্ট্রোতে 'সীমানার বাইরে' বা 'বিরক্ত করবেন না' ফিচারও সেট করতে হবে। বন্ধ রাখা যাবে ক্যামেরা, মাথার ওপরে থাকা পেরিস্কোপ ও মাইক্রোফোন। এগুলো বন্ধ করলে রোবটটি চলার ক্ষমতাও হারিয়ে ফেলবে। 

সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড বলেন, কিছু প্রতিদ্বন্দ্বীর বিপরীতে আমাজন 'অত্যন্ত পরীক্ষামূলক একটি পণ্য বাজারে আনছে। অ্যাস্ট্রো আমাজনের একটি সাহসী ও যৌক্তিক পদক্ষেপ। অ্যাস্ট্রো রোবটটি মার্কিন বাজারে আসার কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

সেকশন