হোম > ইসলাম

বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই

ইসমাঈল সিদ্দিকী

কয়েক দিনের টানা বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে কয়েক লাখ মানুষ। এমন পরিস্থিতিতে একজন মুমিনের দায়িত্ব হলো ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন পূরণে এগিয়ে আসা। তাদের জন্য খাবার, পানীয়, ওষুধসহ অন্যান্য দরকারি জিনিসপত্রের জোগান দেওয়া। এটি ইসলামের শিক্ষা ও মহান ইবাদত।

বিপদে মানুষের পাশে দাঁড়ানো ফজিলতপূর্ণ ইবাদত। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো অন্যদের কর্তব্যও বটে। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অভাবী মানুষকে সাহায্য করার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘আর তাদের ধন-সম্পদে আছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার।’ (সুরা জারিয়াত: ১৯)  

সাময়িক বিপদে পড়ে অভাবগ্রস্তরাও অভাবীই। তাই দেখা যায়, ধনী ব্যক্তি সফরে গিয়ে সম্পদহারা হয়ে গেলে তিনি জাকাত গ্রহণ করতে পারেন। দানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তির অতিরিক্ত বাহন বা বাহনের জায়গা খালি আছে, সে যেন বাহনহীন ব্যক্তিকে তা দিয়ে সাহায্য করে। কোনো ব্যক্তির যদি অতিরিক্ত পাথেয় থাকে, সে যেন পাথেয়হীন ব্যক্তিকে তা দিয়ে সাহায্য করে।’ বর্ণনাকারী বলেন, ‘নবীজি এভাবে আরও অনেক সম্পদের কথা বলেছেন, তাতে আমাদের মনে হতে লাগল যে, প্রয়োজনের অতিরিক্ত সম্পদে আমাদের কোনো অধিকার নেই।’ (মুসলিম: ৪৪০৯)

মুমিনরা এক দেহের একাধিক অঙ্গের মতো। একজনের বিপদে অন্যজন নিশ্চিন্তে বসে থাকতে পারে না। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘দয়া, মায়া ও হৃদ্যতায় মুমিনদের দেখবে—তারা এক দেহের মতো। কোনো এক অঙ্গ আক্রান্ত হলে তার সারা শরীর নির্ঘুম ও জ্বরাক্রান্ত হয়ে পড়ে।’ (বুখারি: ৬০১১) 
আর আক্রান্ত মানুষের উচিত আল্লাহর কাছে তওবা করা এবং তাঁর সন্তুষ্টির জন্য কাজ করা। কারণ এসব বিপদাপদ মহান আল্লাহর পরীক্ষা। তিনি ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আমি তোমাদের ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। (হে রাসুল) আপনি ধৈর্যশীলদের শুভসংবাদ দিন।’ (সুরা বাকারা: ১৫৫) 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

নামাজের ইমামতি করতে যে যোগ্যতা দরকার

কোরআনে ইসলাম প্রচারকের অপরিহার্য ৫ গুণ

জানাজা ও কাফনদাফনে অংশ নেওয়ার সওয়াব

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

কোরআন জীবনের অপরিহার্য অনুষঙ্গ

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম ঐতিহ্যে টুপির গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ ৮ কাজ

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

সেকশন