হোম > ইসলাম

পানির ট্যাংকে অপবিত্র বস্তু পড়লে করণীয়

মুফতি ইশমাম আহমেদ

প্রশ্ন: আমাদের বাড়ির ছাদে পানি জমিয়ে রাখার জন্য একটি ট্যাংক আছে। অজু-গোসল ও টয়লেটের কাজে ওই পানি ব্যবহার করা হয়। কয়েক দিন আগে ট্যাংকের ভেতরে একটি মরা ইঁদুর পাই আমরা। সেটি ফুলে-ফেটে গেছে। এখন আমার প্রশ্ন হলো, ইঁদুরটির কারণে ট্যাংকের সব পানি কি অপবিত্র হয়ে যাবে? এ ক্ষেত্রে করণীয় কী? শেখ হামিদুল্লাহ, বরিশাল

উত্তর: পানির ট্যাংকটি যদি ১০০ বর্গহাত বা এর চেয়ে বড় হয়, তাহলে তাতে অপবিত্র বস্তু পড়লে পানির রং, স্বাদ ও গন্ধ পরিবর্তন না হওয়া পর্যন্ত পানি অপবিত্র হবে না। তবে যদি পানির উল্লিখিত তিন বৈশিষ্ট্যে পরিবর্তন আসে, তাহলে পানি অপবিত্র হয়ে যাবে। অপবিত্র বস্তুটি বের করার পর পুরো পানি বের করে ট্যাংক পরিষ্কার করতে হবে।

আর পানির ট্যাংক যদি ১০০ বর্গহাতের চেয়ে ছোট হয়, তাহলে অপবিত্র বস্তু পড়লে সঙ্গে সঙ্গে ট্যাংকের সব পানি অপবিত্র হয়ে যাবে। এই পানি দিয়ে অজু-গোসল কিছুই করা বৈধ হবে না। এই পরিস্থিতিতে ট্যাংকের পানি দুইভাবে পবিত্র করা যাবে। এক. অপবিত্র বস্তুটি বের করার পর ট্যাংকের সব পানি বের করে ফেলতে হবে।

দুই. অপবিত্র বস্তুটি বের করার পর পাইপ বা নলের মাধ্যমে বেশি করে পানি প্রবাহিত করে দিতে হবে, যাতে সব অপবিত্র পানি বের হয়ে যায়। (ফাতাওয়া শামি: ১ / ১৯৫; আহসানুল ফাতাওয়া: ২ / ৪৯; আলাতে জাদিদা কি শারয়ি আহকাম: ১৯৬)

আর প্রশ্নে উল্লিখিত ইঁদুরটি কখন ট্যাংকে পড়েছে, তা জানা না থাকলে সতর্কতা হিসেবে তিন দিন তিন রাতের নামাজ কাজা আদায় করে নিতে হবে। (ফাতওয়া কাসেমিয়া: ৫/১৫১) 

উত্তর দিয়েছেন, মুফতি ইশমাম আহমেদ, শিক্ষক ও ফতোয়া গবেষক

নামাজের ইমামতি করতে যে যোগ্যতা দরকার

কোরআনে ইসলাম প্রচারকের অপরিহার্য ৫ গুণ

জানাজা ও কাফনদাফনে অংশ নেওয়ার সওয়াব

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

কোরআন জীবনের অপরিহার্য অনুষঙ্গ

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম ঐতিহ্যে টুপির গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ ৮ কাজ

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

সেকশন