হোম > ইসলাম

ইসলামের ইতিহাসে জিলকদ

ইসলাম ডেস্ক

হিজরি সনের ১১তম মাস জিলকদ। চার পবিত্র মাসের একটি এটি। এই মাসে ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এখানে ইসলামের প্রাথমিক যুগের কয়েকটির কথা তুলে ধরা হলো—

১ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশকে বিয়ে করেন। জয়নব এর আগে জায়েদ ইবনে হারিসার স্ত্রী ছিলেন। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর আল্লাহর আদেশে মহানবী (সা.) তাঁকে ঘরে তোলেন। এ ছাড়া ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) দেড় হাজার সাহাবি নিয়ে মক্কায় ওমরাহ করতে রওনা করেছিলেন। তবে মক্কার কাফিরদের বাধায় সেবার তাঁকে ফিরে আসতে হয়। 

৪ জিলকদ: ৬৪ হিজরির এই দিনে উমাইয়া সাম্রাজ্যের চতুর্থ খলিফা মারওয়ান ইবনুল হাকাম দামেশকের সিংহাসনে আরোহণ করেন। 

৮ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে খন্দকের যুদ্ধ চলাকালে হজরত আলি (রা.) আমর ইবন আবদে উদ আল-আমিরি নামের এক গোত্রপ্রধানকে মহানবী (সা.)-এর অনুমতি নিয়ে সম্মুখ লড়াইয়ে পরাজিত এবং হত্যা করেন। 

১২ জিলকদ: পঞ্চম হিজরির এই দিনে মহানবী (সা.) মদিনার বনি কুরাইজার ইহুদিদের চুক্তি লঙ্ঘনের অপরাধে অবরোধ আরোপ করেন। 

১৬ জিলকদ: ষষ্ঠ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কার কাফিরদের সঙ্গে ঐতিহাসিক হুদায়বিয়ার চুক্তি সম্পন্ন করেন। 

২৪ জিলকদ: দশম হিজরির এই দিনে মহানবী (সা.) সাহাবিদের বিশাল বহর নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশে হজ পালনের জন্য বের হন।

ইমানি শক্তি বাড়ে যে ৩ আমলে

নামাজের ইমামতি করতে যে যোগ্যতা দরকার

কোরআনে ইসলাম প্রচারকের অপরিহার্য ৫ গুণ

জানাজা ও কাফনদাফনে অংশ নেওয়ার সওয়াব

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

কোরআন জীবনের অপরিহার্য অনুষঙ্গ

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম ঐতিহ্যে টুপির গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ ৮ কাজ

সেকশন