হোম > ইসলাম

পরকালে তরুণদের যে প্রশ্ন করা হবে

মুফতি আবু দারদা

তরুণ-যুবকদের শক্তি, কর্মক্ষমতা ও উদ্যমের সুষ্ঠু ব্যবহারে গুরুত্ব দেয় ইসলাম। কারণ সুস্থ-সবল তরুণ-যুবারা যেমন পারে রাত জেগে দীর্ঘ সময় ইবাদতে মগ্ন থাকতে, তেমনি পারে দেশ, জাতি ও সমাজের সেবায় নিজেকে পূর্ণ সঁপে দিতে। মানুষের কল্যাণে আত্মোৎসর্গের মানস তরুণেরাই সাহসের সঙ্গে লালন করতে জানে।

রাসুলুল্লাহ (সা.) তারুণ্য ও যৌবনকে মূল্যায়ন করার অনুপ্রেরণা দিয়েছেন; বার্ধক্যের গর্তে পা ফেলার আগেই যৌবনের কদর করতে বলেছেন। তিনি বলেন, ‘পাঁচটি সময় আসার আগে পাঁচটি সময়কে মূল্যায়ন করো। এক. বার্ধক্যে উপনীত হওয়ার আগে যৌবনকে। দুই. অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে। তিন. দারিদ্র্য গ্রাস করার আগে স্বনির্ভরতাকে। চার. কর্মব্যস্ততার আগে অবসরকে। পাঁচ. মৃত্যুর আগে জীবনকে।’ (শুআবুল ইমান: ৩৩১৯)

ইসলাম তরুণদের গুনাহমুক্ত জীবন গড়ার উপদেশ দেয়। এ জন্য যুবকদের আত্মা পরিশুদ্ধ করতে এবং যৌবনের সঠিক ব্যবহারের লক্ষ্যে নারী-পুরুষের বৈধ সম্পর্ক স্থাপনের জোর তাগিদ দেয়। যুবকদের বিয়ে করার আহ্বান জানিয়ে নবী (সা.) বলেন, ‘হে যুবসম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে।’ (বুখারি: ৫০৬৫)

কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে। সেদিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারলে কারও মুক্তি মিলবে না। তার মধ্যে অন্যতম প্রশ্ন হলো তোমার যৌবন কী কাজে ব্যয় করেছ? সুতরাং যারা জীবন-যৌবনের সঠিক ব্যবহার করবে এবং আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালিত করবে, তারাই সেদিন সফল হবে। আর যারা আল্লাহর অবাধ্যতা ও অন্যায় কাজে জীবন বিনাশ করবে, তারা আল্লাহর শাস্তির মুখোমুখি হবে।

লেখক:– মুফতি আবু দারদা, ইসলামবিষয়ক গবেষক

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

কোরআন জীবনের অপরিহার্য অনুষঙ্গ

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম ঐতিহ্যে টুপির গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ ৮ কাজ

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

সীমান্ত পাহারা দেওয়া শ্রেষ্ঠতম ইবাদত

কবরে যে ২ গুনাহের শাস্তি দেওয়া হবে

মুমিনের চমৎকার ৪ চারিত্রিক বৈশিষ্ট্য

সেকশন