হোম > ইসলাম

ইহরাম অবস্থায় যা করা যাবে না

মুফতি ইশমাম আহমেদ

প্রশ্ন: ইহরাম পরিধানের পর কী কী কাজ করা যাবে না—বিস্তারিত জানতে চাই।
মুনির হোসেন, কুমিল্লা

হজ বা ওমরাহর নিয়তে তালবিয়া পাঠ করে বিশেষ নিয়মে নিজেকে আবদ্ধ করার নামই ইহরাম। ইহরাম সম্পন্ন করার পর স্বাভাবিক অবস্থার মতো সব কাজ করা বৈধ নয়। ইহরাম অবস্থায় যা করা যাবে না, তার একটি তালিকা দেওয়া হলো:

  • মাথা ও শরীরের অন্যান্য অঙ্গ থেকে চুল-পশম মুণ্ডন করা, কাটা বা উপড়ানো এবং নখ কাটা যাবে না।
  • পুরুষের জন্য সেলাই করা কাপড় পরা নিষেধ। পায়ের পাতার ওপরের উঁচু হাড় ঢেকে যায় এমন জুতা-স্যান্ডেলও পরা যাবে না। নারীরা স্বাভাবিক সব কাপড় ও মোজা পরতে পারবেন। তবে চেহারায় নিকাব বা চেহারার সঙ্গে লেগে থাকে এমন পোশাক পরা যাবে না। তবে পরপুরুষের নজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।
  • পুরুষের জন্য মাথা ও মুখমণ্ডল আবৃত করা নিষেধ।
  • ইহরামের কাপড়ে বা শরীরে আতর বা সুগন্ধিযুক্ত তেল, পাউডার, স্নো ইত্যাদি ব্যবহার করা নিষেধ।
  • ইহরাম অবস্থায় স্বামী-স্ত্রী সহবাস করা, কামোদ্দীপক কথাবার্তা ও কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না।
  • কোনো বন্য পশু শিকার করা বা শিকারিকে সহযোগিতা করা যাবে না।
  • ঝগড়া-বিবাদ করা যাবে না। এটি স্বাভাবিক অবস্থায়ও নিষিদ্ধ। ইহরাম অবস্থায় আরও বেশি নিষিদ্ধ। 
  • কাপড় বা শরীরের উকুন মারা যাবে না। 
  • ইচ্ছাকৃতভাবে ফল-ফুলের ঘ্রাণ নেওয়া এবং সুগন্ধিযুক্ত খাবার খাওয়া মাকরুহ। 

উত্তর দিয়েছেন: ফতোয়া গবেষক

জানাজা ও কাফনদাফনে অংশ নেওয়ার সওয়াব

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

কোরআন জীবনের অপরিহার্য অনুষঙ্গ

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম ঐতিহ্যে টুপির গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ ৮ কাজ

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

সীমান্ত পাহারা দেওয়া শ্রেষ্ঠতম ইবাদত

কবরে যে ২ গুনাহের শাস্তি দেওয়া হবে

সেকশন