ইজাজুল হক, ঢাকা
সংযুক্ত আরব আমিরাতের শারজায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক সিভিলাইজেশন ১৯৯৬ সালে প্রথম যাত্রা শুরু করে। জাদুঘরটি পরে শারজার শাসক শায়খ ড. সুলতান বিন মুহাম্মদ আল-কাসিমির নির্বাহী আদেশে একটি স্থানীয় মার্কেটে পরিণত করা হয়। ২০০৮ সালে ফের জাদুঘরটি নতুনভাবে সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়।
এই জাদুঘরে হিজরি সনের প্রথম শতাব্দী থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সময়ের পাঁচ হাজারের বেশি ইসলামি সংস্কৃতি-সভ্যতার নিদর্শন রয়েছে। তন্মধ্যে ক্যালিগ্রাফি, খোদাই পাথর, সিরামিক, কয়েন, কাচ, পাণ্ডুলিপি, ধাতব মুদ্রা, বৈজ্ঞানিক আবিষ্কার ইত্যাদি উল্লেখযোগ্য। মুসলিম বিশ্বের বিভিন্ন স্থান থেকে এসব নিদর্শন সংগ্রহ করা হয়েছে।
সময়কাল অনুসারে সাতটি গ্যালারিতে ভাগ করে এই নিদর্শনগুলো প্রদর্শিত হয়। দর্শনার্থীরা এখানে এসে ইসলামের ইতিহাস, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান ও ইসলামি যুগের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে পারেন।
ইবনুল-হাইসাম গ্যালারি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মুসলিম বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ সব বৈজ্ঞানিক সাফল্য ও অবদানের কথা তুলে ধরা হয়েছে।
ইসলামিক আর্টের চারটি গ্যালারির প্রথমটিতে মৃৎশিল্প, ধাতব কাজ, কাঠের খোদাই, পাণ্ডুলিপি এবং কাপড় বোনার ইসলামি ঐতিহ্য দেখানো হয়েছে। এতে ইসলামের শুরু থেকে প্রথম ৭০০ বছরের নিদর্শনগুলো স্থান পেয়েছে। দ্বিতীয়টিতে পরের ৭০০ বছরের গুরুত্বপূর্ণ ইসলামি শিল্পকর্মগুলো স্থান পেয়েছে। তৃতীয় ও চতুর্থ গ্যালারিতে স্থান পেয়েছে আধুনিক সময়ে ইসলামি শিল্পকলা, ক্যালিগ্রাফি, সামরিক সরঞ্জাম ও কারুশিল্পের উৎকর্ষের কথা।
সূত্র: শারজা মিউজিয়াম ডটএই