হোম > ইসলাম

নবীজির জীবন নিয়ে মৌলিক পাণ্ডুলিপি আহ্বান

ইসলাম ডেস্ক

পৃথিবীর বিভিন্ন ভাষায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন নিয়ে রচিত গ্রন্থের সংখ্যা কত—তার হয়তো সঠিক পরিসংখ্যান নেই। তাঁর জীবনের নানা দিক নিয়ে এখনো বিস্তর লেখালেখি হচ্ছে। এতে ভক্তিমূলক রচনা যেমন রয়েছে, তেমনি রয়েছে সঠিক ইতিহাসচর্চার প্রয়াসও। রয়েছে যুগের চাহিদার আলোকে বিশ্বমানবতার পাথেয় জোগাতে নতুন নতুন গবেষণাও।

তবে বাংলা ভাষায় এ বিষয়ে মৌলিক রচনার চেয়ে বিদেশি ভাষা থেকে অনূদিত গ্রন্থের সংখ্যাই বেশি। তাই মহানবীর জীবন নিয়ে মৌলিক সাহিত্যকর্ম বা গবেষণাকে উৎসাহ দিতে এবার সিরাত পাণ্ডুলিপি প্রতিযোগিতার আয়োজন করছে ঢাকার প্রকাশনা প্রতিষ্ঠান ইলহাম।

প্রতিযোগিতার নিয়মকানুন সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে—

  • পাণ্ডুলিপি হতে হবে সম্পূর্ণ মৌলিক। অনুবাদ কিংবা ছায়া অনুবাদ গ্রহণযোগ্য নয়। 
  • অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে। 
  • শব্দসংখ্যা হতে হবে ন্যূনতম ৩০ হাজার। তবে সর্বোচ্চ শব্দসীমার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। 
  • পাণ্ডুলিপি হতে হবে বাংলা ভাষায়। 
  • রচনায় কপিরাইট বিধির কোনোরূপ লঙ্ঘন পরিদৃষ্ট হলে উক্ত পাণ্ডুলিপি বর্জিত হবে। 
  • পাণ্ডুলিপি জমা প্রদানের শেষ সময়: আগামী ৩১ আগস্ট ২০২৪ 
  • নির্বাচিত পাণ্ডুলিপিটি প্রকাশ করবে ইলহাম। 
  • বিজয়ী লেখককে পুরস্কার হিসেবে প্রদান করা হবে নগদ ৫০,০০০ টাকা, ক্রেস্ট এবং সম্মাননাপত্র। 
  • নির্বাচিত আরও নয়জন লেখক পাবেন ক্রেস্ট এবং সম্মাননাপত্র। 
  • নির্বাচিত পাণ্ডুলিপি ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া মানসম্পন্ন পাণ্ডুলিপিগুলো প্রকাশের জন্য ইলহামের পক্ষ থেকে প্রস্তাব থাকবে। 
  • এ ফোর সাইজের কাগজে পাণ্ডুলিপির প্রিন্ট কপি সরাসরি ইলহামের অফিসে কিংবা কুরিয়ারযোগে জমা দিতে হবে। ঠিকানা: ৩ /১-এইচ, পুরানা পল্টন, ঢাকা। 
  • পাণ্ডুলিপির পিডিএফ তৈরি করে ইলহামের ই-মেইলেও পাঠানো যাবে। ই মেইল: ilhampulications@gmail.com 

জানাজা ও কাফনদাফনে অংশ নেওয়ার সওয়াব

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

কোরআন জীবনের অপরিহার্য অনুষঙ্গ

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম ঐতিহ্যে টুপির গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ ৮ কাজ

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

সীমান্ত পাহারা দেওয়া শ্রেষ্ঠতম ইবাদত

কবরে যে ২ গুনাহের শাস্তি দেওয়া হবে

সেকশন