হোম > ইসলাম

যখন নামাজ আদায় অনুচিত

ইসলাম ডেস্ক

সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক মধ্যাহ্নে সব ধরনের নামাজ আদায় করা নিষিদ্ধ ও হারাম। এ ছাড়া কিছু কিছু সময়ে নামাজ আদায় করা মাকরুহ তথা অপছন্দনীয়। এখানে তেমন কিছু সময়ের কথা তুলে ধরা হলো—

» নামাজের নিষিদ্ধ সময়ে জানাজা এলে তা আদায় করতে পারবে। কিন্তু মাকরুহ হবে। (বুখারি: ১২৩১; মুসলিম: ১৩৭৩) 
» কোনো ব্যক্তি ওই সময়ে আয়াতে সিজদা তিলাওয়াত করলে সিজদা আদায় করতে পারবে। কিন্তু মাকরুহ হবে। (তিরমিজি: ১৫৬) 
»  ফজরের নামাজের সময় হওয়ার পর দুই রাকাত সুন্নত নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ আদায় করা মাকরুহ। (মুসলিম: ১১৮৫) 
» ফজরের নামাজের পর     সূর্য উদয় হওয়া পর্যন্ত নফল নামাজ আদায় করা মাকরুহ। (বুখারি: ৫৫১) 
» আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ আদায় করা মাকরুহ। (বুখারি: ৫৫১) 
» ইকামতের সময় নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ১১৬০) 
» ঈদের নামাজের আগে ঈদগাহে কোনো নামাজ পড়া মাকরুহ। 
» ঈদের নামাজের পরে ঘরেও কোনো নফল নামাজ নেই, ঈদগাহেও নেই। (ইবনে মাজাহ: ১২৮৩) 
» সময় যদি এত কম হয় যে সুন্নত পড়তে গেলে ফরজ নামাজের সময় শেষ হয়ে যাবে, এমন সময় সুন্নত নামাজ পড়া মাকরুহ। 
» খুব ক্ষুধা থাকলে এবং খাওয়ার তীব্র চাহিদা থাকলে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯) এমন সময়ে খাবার আগে খেয়ে পরে নামাজ আদায় করতে হবে। 
» প্রস্রাব-পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯)

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

কোরআন জীবনের অপরিহার্য অনুষঙ্গ

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম ঐতিহ্যে টুপির গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ ৮ কাজ

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

সীমান্ত পাহারা দেওয়া শ্রেষ্ঠতম ইবাদত

কবরে যে ২ গুনাহের শাস্তি দেওয়া হবে

মুমিনের চমৎকার ৪ চারিত্রিক বৈশিষ্ট্য

সেকশন