হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ‘ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫’ শিরোনামে আন্তকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লক চেইন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শো, লাইন ফলোয়িং রোবট (এলএফআর), প্রোগ্রামিং কনটেস্টসহ মোট ছয়টি বিষয়ে দুই দিনব্যাপী (১৭-১৮ জানুয়ারি) প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল শুক্রবার সকালে ইউআইইউ ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া।

স্বাগত বক্তব্য দেন ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫-এর অর্গানাইজিং সেক্রেটারি এবং ইউআইইউ সিএসই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সুমন আহম্মেদ এবং ধন্যবাদ জানান ইউআইইউ সিএসই বিভাগের প্রধান প্রফেসর মুহাম্মদ নূরুল হুদা।

প্রতিযোগিতায় বাংলাদেশের প্রায় ৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৩০টি কলেজ থেকে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ নেন। বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান বিভাগ ও আইসিটি বিভাগের তরুণ শিক্ষার্থীদের জন্য থাকে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কার মোট ১১ লাখ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি দেশের সমস্যা সমাধানে প্রযুক্তিকে মানুষের কল্যাণে প্রাসঙ্গিক করতে শিক্ষার্থীদের উৎসাহ দেন।

বিশেষ অতিথি জাতীয় পর্যায়ে এই ধরনের ফেস্ট আয়োজনের জন্য ইউআইইউকে ধন্যবাদ জানান। এ ধরনের উদ্যোগের সঙ্গে আইসিটি বিভাগ সব সময় পাশে থাকবে বলে তিনি ঘোষণা দেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তারা, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আইটি বিশেষজ্ঞ, সাংবাদিকসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

সেকশন