হোম > শিক্ষা > ক্যাম্পাস

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

বিবি হালিমা জবা

ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সামাজিক সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশন ‘উষ্ণতার অঙ্গীকার ২০২৪-২৫’ কর্মসূচির আওতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে ফাউন্ডেশনটি ক্যাম্পাস ও আশপাশের এলাকাসহ নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত উপকূল এক্সপ্রেস ট্রেন যাত্রার প্রতিটি স্টেশনে শীতবস্ত্র বিতরণ করেছে।

এই উদ্যোগের অংশ হিসেবে ফাউন্ডেশনের তরুণ সদস্যরা ২৩০টি কম্বল ও ১০টি সোয়েটার বিতরণ করে। শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ হয় ঢাকা এয়ারপোর্ট স্টেশনে। প্রতিটি প্ল্যাটফর্মে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার মুহূর্তে তাঁদের চোখে-মুখে দেখা গেছে স্বস্তি ও আনন্দ।

চলো পাল্টাই ফাউন্ডেশনের ক্লাব-প্রধান এই উদ্যোগের বিষয়ে বলেন, ‘কর্মসূচিটি কেবল শীতবস্ত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের জীবনে উষ্ণতা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস। আমরা বিশ্বাস করি, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। এমন মানবিক কাজে অংশ নিতে পেরে অত্যন্ত গর্বিত। এটি শুধু শীতার্তদের সাহায্য নয়; বরং আমাদের নিজেদের মানুষ হওয়ার শিক্ষা।’

‘একটি উদ্যোগ, শত হাসি’ স্লোগান সামনে রেখে চলো পাল্টাই ফাউন্ডেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের এই মানবিক প্রচেষ্টা সত্যিই অনুপ্রেরণার।

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

সেকশন