হোম > জাতীয়

বা‌জেটোত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে বয়কট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং অবাধ তথ্যপ্রবাহে বাধা দেওয়ার প্রতিবা‌দে বা‌জেটোত্তর সংবাদ সম্মেলনে উপস্থিত গভর্নর আব্দুর রউফ তালুকদা‌রের বক্তব্য বয়কট করেছেন সাংবা‌দিকেরা।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনের শুরুতে সূচনা বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বক্তব্যের মাঝেই অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা তাঁর বক্তব্য বয়কটের ঘোষণা দেন।

অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সে জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমরা কেউ তাঁর বক্তব্য শুনব না। তিনি যেন কোনো বক্তব্য না দেন, সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বক্তব্য দিলে আমরা তা বয়কট করব।’

এ সময় অস্ব‌স্তির মধ্যে প‌ড়েন গভর্নর; ইশারায় অর্থমন্ত্রী‌কে জানান, তিনি বক্তব্য দে‌বেন না। সংবাদ সম্মেলনের বেশির ভাগ সময় গভর্নরকে গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকতে দেখা যায়। ব্যাংক ও আর্থিক খাতের নানা বিষয় নিয়ে প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অন্যরা। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম; গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী; কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম; শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

জুলাই অভ্যুত্থানে সহিংসতার তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করবে জাতিসংঘ

ভ্রমণকর হারাচ্ছে সরকার

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজে অসন্তুষ্ট আহতরা

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

ভ্যাট বৃদ্ধির কারণ জনগণকে জানানো সরকারের দায়িত্ব: হাসনাত আব্দুল্লাহ

কুয়েত চিকিৎসক, নার্স ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞসহ দক্ষ কর্মী নিতে চায়: রাষ্ট্রদূত

পরবর্তী ২০ বছর বাংলাদেশের রাজনীতিতে তরুণেরা প্রভাব ফেলবে: তথ্য উপদেষ্টা নাহিদ

দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

বিদ্যুতায়িত হয়ে শিশুর অঙ্গহানি: আপাতত ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

আনসার-ভিডিপির কর্মপরিকল্পনা ও সংস্কার হবে মাটি-মানুষের স্বার্থে: ডিজি

সেকশন