হোম > জাতীয়

দয়া করে কেউ বাইরে বের হবেন না : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ বলেছেন, ‘আগামী সাত দিন দয়া করে আপনারা কেউ বাইরে বের হবেন না। সবাই যদি জরুরি কাজের অজুহাতে বাইরে বের হতে চান, আমাদের সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ের মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে লকডাউনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মধ্যে খাবার ও ৫০০ টাকা সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানলে এবং মাস্ক ব্যবহার না করলে কেউ এসে আপনাকে করোনা থেকে বাঁচানোর চেষ্টা করবে না। সারা পৃথিবী এখন একটি দুর্যোগ অতিক্রম করছে। উন্নত দেশের যে অবস্থা, দরিদ্র দেশেরও একই অবস্থা ৷ তাই আমাদের সচেতনতার কোনো বিকল্প নাই।’

ডিএমপির কমিশনার বলেন, ‘আপনি পুলিশ দেখে মাস্ক পরবেন আর পুলিশ চলে গেলে মাস্ক খুলে ফেলবেন, এটা আত্মপ্রতারণা।'

ডিএমপির কমিশনার বলেন, ‘কাজের জন্য যেন সবকিছু খুলে দেওয়া যায়, সে জন্য প্রথমে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এই রোগ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে হলে বাইরে বের হলে মাস্ক পরতে হবে এবং ঘরে এলে সাবান দিয়ে হাত–মুখ ধুতে হবে।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

সাবেক প্রতিমন্ত্রী জাকির, চুমকিসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

তথ্য কমিশনারের পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ

সিগারেট কোম্পানিগুলোর উৎসাহে তামাক সেবন কমছে না: উপদেষ্টা ফরিদা আখতার

ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে: আইন উপদেষ্টা

আ. লীগ আমলের আড়াই হাজার গায়েবি মামলা ৭ দিনের মধ্যে প্রত্যাহার: আইন উপদেষ্টা

দেশ পরিচালনায় জুলাই গণহত্যাকারীদের আর চায় না জনগণ: বদিউল আলম

কর্মী ভিসায় সৌদি আরব যেতে লাগবে না মেনিনজাইটিসের টিকা

নতুন ভোটার যাচাই: জনপ্রতিনিধির দায়িত্ব পাচ্ছেন শিক্ষকেরা

নথিতে কাজ সমাপ্ত, প্রতিবেদন জমা না দেওয়ায় শোকজ

মেনিনজাইটিসের টিকা নিতে হবে সৌদি যেতে

সেকশন