নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর কাছেই সাভারের বিরুলিয়ার অবস্থিত ‘ঢাকা বোট ক্লাব’। ২০১৪ সালে যাত্রা শুরু করা ক্লাবের বর্তমান সদস্যসংখ্যা প্রায় দুই হাজার। যার সভাপতির দায়িত্ব আছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
ক্লাবটির ওয়েবসাইটে সভাপতির বাণীতে পুলিশপ্রধানের ছবিসহ একটি লেখা রয়েছে। সেখানে বলা হয়, ঢাকায় প্রথম এমন ক্লাবের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর কাছেই প্রকৃতির একেবারে কাছাকাছি থাকার জন্য এ প্রচেষ্টা। টেনিস, স্কোয়াশ, বিলিয়ার্ডসহ নানা আয়োজনের বর্ণনাও দিয়েছেন বেনজীর। একুশ শতকের সর্বাধুনিক প্রযুক্তিসহ বিনোদনের জন্য ঢাকা বোট ক্লাব অঙ্গীকারবদ্ধ বলেও জানান সভাপতি।
সাতজন উদ্যোক্তা মিলে প্রতিষ্ঠা করেন ঢাকা বোট ক্লাব। এরা হলেন রুবেল আজিজ ও তাঁর ভাই শওকত আজিজ রাসেল, যিনি গুলশান ক্লাবের সভাপতি ও বিসিবির পরিচালক। বাকি পাঁচজন হলেন বখতিয়ার আহমেদ, শাহেদুল ইসলাম, জহির আহমেদ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও নাসির উদ্দিন আহমেদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাস দুয়েক আগে বারের লাইসেন্স নিয়েছে ঢাকা বোট ক্লাব।
কে এই নাসির উদ্দিন মাহমুদ
সামাজিক যোগাযোগমাধ্যমে নাসির ইউ মাহমুদ নামে পরিচিত তিনি। ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছেন। প্রায় চার দশক ধরে ডেভেলপার ব্যবসা করছেন। গত এক দশক ধরে কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নাসির।
২০২০ সালের ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির নবম কাউন্সিলে নাসির উদ্দিন মাহমুদকে প্রেসিডিয়াম সদস্য করা হয়।