নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনার বেশ কয়েকটি মামলার আসামি তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বরগুনা-১ আসনে পাঁচবার সংসদ সদস্য হন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা-১ আসনের সংসদ সদস্য এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।