হোম > জাতীয়

শহীদদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অনুরোধ উপদেষ্টা নাহিদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শহীদদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। 

আজ রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে আহতদের অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, ‘অনেকেই শহীদ ও আহতদের তালিকা দলীয়ভাবে নেওয়ার চেষ্টা করেছে। এগুলো কাজ একেবারে অনুচিত। যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা দেশের বীর সন্তান। কোনো ব্যানারে, কোনো গোষ্ঠীর নামে সংকুচিত করা উচিত নয়। যাঁরা এই কাজটা করছেন, তাঁদের আমরা নিরুৎসাহিত করছি। এখানে বিভিন্ন দলের নেতারা অংশ নিয়েছেন এবং শহীদ হয়েছেন। সেই আত্মত্যাগকে যথাযথ স্বীকৃতি দিই। কোনো রাজনৈতিক স্বার্থে যেন তাঁদের ব্যবহার না করি, এই অনুরোধ থাকবে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও পুরোনো বার্ন ইউনিটে ভর্তি থাকা ৩০ জনকে ১ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধও উপস্থিত ছিলেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপপরিচালক ডা. নুরুল ইসলাম, সহকারী পরিচালক ডা. আশরাফুল আলমসহ হাসপাতালের চিকিৎসকেরা।

রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

সেকশন