নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকাসহ সারা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। দেশে সিটি করপোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলর না থাকায় মশকনিধন কর্মসূচি বন্ধ রয়েছে। এ কারণে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করছে।
গত ২৪ ঘণ্টায় দেশে মশার কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৪৭৮ রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি ও অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী এ খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এপ্রিলে দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ৫০৪ জন এবং মারা যায় দুজন। মে মাসে শনাক্ত বেড়ে হয় ৬৪৪ জন এবং মৃত্যু হয় ১২ জনের। জুনে শনাক্ত হয় ৭৯৮ জন এবং মৃত্যু হয় ৮ জন। জুলাইতে মৃত্যু হয় ১২ জন এবং রোগী শনাক্ত ২ হাজার ৬৬৯ জন। আর আগস্টে মৃত্যু বেড়ে হয় ৩০ জন এবং রোগী শনাক্ত হয় ৬ হাজার ৯৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। আর শনাক্ত হয় ৪৭৬ জন। আগের দিন মারা যায় চারজন এবং রোগী শনাক্ত হয় ৩৪৬ জন। দেশে গত আট মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬ জন এবং রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩১৯ জন।
সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক ডামাডোলের কারণে মশা মারা হচ্ছে না। নিয়মিত মশকনিধন কার্যক্রম নেই। বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন, আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হবে। গত দুই মাসের প্রতিবেদনে তা ক্রমশই স্পষ্ট হয়ে ওঠেছে।
ঢাকা মশক নিবারণী দপ্তরের জুলাই মাসের তথ্য অনুযায়ী, অনুমোদন পদ রয়েছে ৩৯৬টি। আর শূন্য পদ রয়েছে ১৮১টি। এর মধ্যে চতুর্থ শ্রেণির শূন্য রয়েছে ১৫৪টি। প্রয়োজনীয় লোকবলের অভাবেও মশকনিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।