নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে পঞ্চম দফায় ছয় লাখের বেশি টিকা দেশে পৌঁছেছে। এই নিয়ে দেশটি থেকে মোট ৩০ লাখের বেশি টিকা পেল বাংলাদেশ। আজ শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো বহনকারী বিমান অবতরণ করে।
বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকাগুলো গ্রহণ করেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখের বেশি টিকা দিতে রাজি হয় জাপান। প্রতিশ্রুতি অনুযায়ী গত ২৪ জুলাই দেশটি থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজারের বেশি টিকা আসে। সর্বশেষ শনিবার পঞ্চম দফায় ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা এল। এই নিয়ে এশিয়ার দেশটি থেকে ৩০ লাখ ৫৯ হাজার ৩৮৭ ডোজ টিকা।
ভারতের সেরাম ইনস্টিটিউট ও চীনা সিনোফার্মের সঙ্গে ক্রয় চুক্তির টিকার পাশাপাশি, ভারত ও চীন সরকারের উপহার এবং কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত ৩ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৯০০ ডোজ টিকা পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৫৪৪ জন। ২ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫১৮ ডোজ টিকা দিতে পেরেছে সরকার। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৩০২ জন। তবে পূর্ণ ডোজ পাওয়ার সংখ্যা অনেক কম। এ পর্যন্ত ৭৪ লাখ ৩০ হাজার ২১৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজের টিকা।
ফলে নিবন্ধন করেও এখনো টিকাই পাননি ১ কোটি ১৫ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।