হোম > জাতীয়

বানরের দেহে সফল, এবার মানবদেহে ট্রায়ালের অপেক্ষায় বঙ্গভ্যাক্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের কোভিড টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) নির্দেশনায় বানরের দেহে চালানো পরীক্ষার ফলাফল সম্পর্কিত প্রতিবেদন জমাও দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন বিএমআরসির নৈতিক অনুমতি পেলে চলতি মাসেই মানবদেহে পরীক্ষা শুরুর আশা করছে গ্লোব বায়োটেক। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। 

তিনি বলেন, আজ সোমবার দুপুরে বিএমআরসিতে প্রতিবেদন জমা দিয়েছি। একই সঙ্গে তাদের তৃতীয় চিঠির সব প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বিএমআরসির ক্লিনিক্যাল ট্রায়ালের পূর্ব শর্তসহ সব পর্যবেক্ষণের যথাযথ উত্তর দেওয়া শেষ হলো। যদি তারা (বিএমআরসি) আর কালক্ষেপণ না করে অতি দ্রুত নৈতিক অনুমতি দিয়ে দেয়, তাহলে আমরা ঔষধ প্রশাসনের অনুমতি নিয়ে নভেম্বরের মধ্যেই মানবদেহে পরীক্ষা শুরু করতে পারব বলে আশা করছি। 

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বানর আর মানুষের মধ্যে জিনগত বেশ মিল থাকায় এবং বানরের পরীক্ষায় বঙ্গভ্যাক্স সম্পূর্ণ নিরাপদ এবং শতভাগ কার্যকর প্রমাণিত হয়েছে। ফলে আমরা খুবই আশাবাদী যে, বঙ্গভ্যাক্স মানবদেহেও অনুরূপভাবে কাজ করবে। 

বিষয়টি নিয়ে বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, গ্লোব বায়োটেক আজ প্রাণিদেহে চালানো পরীক্ষার ফলাফল জমা দিয়েছে। আমরা সেগুলো দেখে ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠাব। অনুমোদনের বিষয়টি তারাই দেখবে।

কবে নাগাদ সিদ্ধান্ত জানাতে পারেন-এমন প্রশ্নের জবাবে রুহুল আমিন বলেন, এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে। কমিটি বসবে, সেগুলো দেখে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। 

গ্লোব বায়োটেকের দাবি, করোনা সংক্রমণ প্রতিরোধে বঙ্গভ্যাক্স অতি সংক্রমণশীল ডেল্টাসহ সব ধরন মোকাবিলায় কার্যকর। বানরের শরীরে পরীক্ষামূলক প্রয়োগে এই কার্যকারিতার প্রমাণ পেয়েছেন তারা। 

প্রতিষ্ঠানটি বলছে, প্রচলিত বেশির ভাগ টিকা ডেল্টা ধরনের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয়। এ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বঙ্গভ্যাক্স। বঙ্গভ্যাক্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মাস এবং মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। 

জানা গেছে, গত ১ আগস্ট থেকে বানরের শরীরে ট্রায়াল শুরু করে গ্লোব বায়োটেক। কার্যক্রম শেষ হওয়ায় নভেম্বরের প্রথম দিনেই বিস্তারিত প্রতিবেদন সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করল। সব পরীক্ষা নিরীক্ষা শেষে সরকারের অনুমোদন পেলে এ টিকা শিগগিরই বাজারে আসবে বলে আশা গ্লোবের।

আরও পড়ুন:

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

রাজনীতিতে ঢুকতে চাই না, প্রধান উপদেষ্টার টাইমফ্রেমে কাজ করছি: সিইসি

রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

সেকশন